পাঁচ তরুণের মৃত্যুদণ্ড হত্যার দায়ে

Home Page » এক্সক্লুসিভ » পাঁচ তরুণের মৃত্যুদণ্ড হত্যার দায়ে
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০১৫



justice-tm.jpgবঙ্গ-নিউজঃমোবাইল ফোন নিয়ে বিতণ্ডার জেরে জামালপুরে এক কিশোরকে হত্যার দায়ে পাঁচ তরুণকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।হত্যাকাণ্ডের প্রায় পাঁচ বছর পর জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ওয়াহিদুজ্জামান শিকদার মঙ্গলবার এই রায় ঘোষণা করেন।ফাঁসির দণ্ড পাওয়া পাঁচ আসামি হলেন- জামালপুর সদরের কম্পপুর গ্রামের ফজলে রাব্বি শিশির (২০), লিচুতলার সাদ্দাম (২১), শেখের ভিটা এলাকার জাকির হোসেন (২০), পিলখানা এলাকার মিরান (১৯) ও সকাল বাজারের সেতু (১৯)।

তাদের উপস্থিতিতেই বিচারক চূড়ান্ত সাজার রায় ঘোষণা করেন বলে এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল কাশেম জানান।

তিনি বলেন, এই পাঁচজন ২০১০ সালের ২৩ মার্চ রাতে জামালপুর সদরের সকাল বাজার এলাকায় রশিদপুর কওমি মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র শাহ জামাল স্বাধীনকে (১৫) খুন করে।

মামলার বিবরণে জানা যায়, মোবাইল ফোন নিয়ে বন্ধুদের মধ্যে বাক-বিতণ্ডার জেরে ওই পাঁচ কিশোর স্বাধীনকে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরি মেরে হত্যা করে।

এ ঘটনায় স্বাধীনের বাবা সাইফুল ইসলাম বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

মামলার শুনানিতে দশ জনের সাক্ষ্য শুনে বিচারক আসামিদের সবাইকে দোষী সাব্যস্ত করে রায় দেন।

আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট ফজলুল হক।

বাংলাদেশ সময়: ১৪:১৪:১৩   ৪২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ