বাসে পেট্রোল বোমা সংসদ এলাকায় , ইডেনের ২ ছাত্রী দগ্ধ, আহত ১

Home Page » প্রথমপাতা » বাসে পেট্রোল বোমা সংসদ এলাকায় , ইডেনের ২ ছাত্রী দগ্ধ, আহত ১
রবিবার, ১৮ জানুয়ারী ২০১৫



bus_fire_sm1_444856214.jpgবঙ্গ-নিউজ: রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় সংসদ ভবনের পূর্ব পাশের (খেজুর বাগান এলাকা) রাস্তায় একটি বাস লক্ষ্য করে পেট্রোল বোমা ছুঁড়ে মেরেছেন অবরোধ সমর্থকেরা। এতে বাসটি পুড়ে গেছে। দগ্ধ হয়েছেন ইডেন কলেজের দুই ছাত্রী। আহত হয়েছেন আরেকজন।তাদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- সাথী আক্তার (১৯) ও জুঁথি আক্তার (১৯) ও মাইমুনা আক্তার (১৯)। তাদের মধ্যে সাথী ও জুঁথির পা ঝলসে গেছে। তাড়াহুড়ো করে নামতে গিয়ে পায়ে আঘাত পেয়েছেন মাইমুনা।

তারা সবাই ইডেন কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের ছাত্রী।

রোববার (১৮ জানুয়ারি) দুপুর পৌনে দুইটার দিকে সংসদ ভবনের ১০ নম্বর গেটের কাছে বিকল্প পরিবহনের ওই বাসে (ঢাকা মেট্রো- ঘ- ১১- ২৬৬৬) পেট্রোল বোমা ছুড়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর জীবন মিয়া ও বাসের চালক মো. মাসুদ বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

জীবন মিয়া জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তবে বাসটির ক্ষয়ক্ষতির পরিমাণ তিনি জানাতে পারেননি।

ৠাব-৩ এর কর্পোরাল সাইফুল বাংলানিউজকে জানান, হুড়োহুড়ি করে নামতে গিয়ে তিনজন যাত্রী আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ‘অবরুদ্ধ’ করে রাখার প্রতিবাদে এবং আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেয়। রোববার অবরোধের ১৫তম দিন।

বাংলাদেশ সময়: ১৬:০১:৪১   ৩৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ