পরিস্থিতি সৃষ্টি হয়নি সেনা নামানোর

Home Page » প্রথমপাতা » পরিস্থিতি সৃষ্টি হয়নি সেনা নামানোর
রবিবার, ১৮ জানুয়ারী ২০১৫



kamal_sm_161592757.jpgবঙ্গ-নিউজ: সহিংসতা মোকাবেলায় সেনাবাহিনী নামানোর মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার ( ১৮ জানুয়ারি) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অবরোধ সহিংসতা কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে।সহিংসতা মোকাবেলায় সেনাবাহিনী নামানোর মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি।

অবরোধ সহিংসতায় মানুষের আতঙ্ক কাটাতে সরকারের করণীয় জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন,‘এ আন্দোলন আন্দোলন
নয়, চোরাগোপ্তা হামলা। আতঙ্ক সৃষ্টির প্রয়াস।’

‘আতঙ্কিত হওয়ার কিছু নেই’ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘রাস্তাঘাট বিপদমুক্ত রাখার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। কালকে (শনিবার) পুলিশের উপর যে হামলা হয়েছে, তাতে এককজন পুলিশ সদস্য মৃত্যুর সঙ্গে লড়ছে। আমরা যেকোনো মৃত্যুকেই অপূরণীয় ক্ষতি হিসেবে মনে করি। আমরা অ্যড্রেস করছি ভবিষ্যতে যেনো এমন পরিস্থিতি না হয়।’

‘জনগণ পরিস্থিতি মোকাবিলা করছে’ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীও ২৪ ঘণ্টা পরিস্থিতি মোকাবিলায় রয়েছে। পরিবহন সেক্টর থেকে শুরু করে সব জায়গায় মানুষের জানমাল নিরাপদ রাখার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী আন্তরিকতা ও বিশ্বস্ততার সঙ্গে কাজ করছে। আমার মনে হয় আপনারা আর কয়েকদিনের মধ্যেই দেখবেন এ পরিস্থিতির উন্নতি হয়েছে।’

বিশেষ অভিযান চলবে কী না এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘বিশেষ অভিযান চলবে আমরা তা কখনও বলিনি। আমাকে মিসলিড করবেন না।’

প্রতিমন্ত্রী জানান, ‘ইজতেমার পরে তারা আরও একটা পরিস্থিতির সৃষ্টি করতে পারে। আমরা দেখছি তারা যেন অন্য কোনো পরিস্থিতি সৃষ্টি করতে না পারে।‘

যৌথ বাহিনী নামানো হবে কী না সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, যৌথবাহিনী বলতে যদি আপনারা সেনাবাহিনী মনে করেন, তাহলে তা অবশ্যই নয়। কারণ সামরিক বাহিনী নামানোর মতো সময় এখনও হয়নি। সামরিক বাহিনী নামানোর প্রশ্ন এখানে আসে না। পুলিশ, র‌্যাব, বিজিবি এবং আনসারই যথেষ্ট।

‘মানুষ কীভাবে আশ্বস্ত হবে’ এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আমরা দেখেছেন টেকনিক্যাল মোড়ে একটি বাসে আগুন দেওয়া হয়েছিল। মানুষ তাদের ধরিয়ে দিয়েছে। আমরা মনে করি জনগণই এটার প্রতিরোধ করবে। আর পুলিশ বিজিবি, আনসারতো আছেই।

বাংলাদেশ সময়: ১৫:৫৫:৩৩   ৩২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ