বগুড়ায় এবার আন্তর্জাতিক বাণিজ্য মেলা

Home Page » অর্থ ও বানিজ্য » বগুড়ায় এবার আন্তর্জাতিক বাণিজ্য মেলা
রবিবার, ১৮ জানুয়ারী ২০১৫



b.jpgবঙ্গ-নিউজ: বগুড়ায় প্রথমবারের মতো আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে `বগুড়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৫’।রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাব কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলার সমন্বয়ক হাসান মাহমুদ রনি এসব তথ্য জানান।

মাহমুদ রনি জানান, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং উত্তরবঙ্গের ব্যবসা সমৃদ্ধির লক্ষ্যে বগুড়া জেলা প্রশাসনের সহায়তায় উত্তরবঙ্গের সবচেয়ে বড় ইভেন্ট ‘বগুড়া আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০১৫’ আয়োজন করবে বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

তিনি জানান, জাতীয় এবং বহুজাতিক কোম্পানির অংশগ্রহণের সুযোগ সৃষ্টির লক্ষ্যে মেলায় তিনটি প্রিমিয়াম প্যাভিলিয়ন, সাধারণ প্যাভিলিয়ন ৭টি, ২৭টি মিনি প্যাভিলিয়ন এবং ছোট বড় ২৯২ স্টল স্থান পাবে।

রনি আরো জানান, বিনোদনের জন্য মেলায় থাকছে একটি ছোট চিড়িয়াখানা, একটি থ্রিডি সিনেপ্লেক্স, একটি ছোট শিশুপার্ক। দেশের বিভিন্ন শিল্পীদের অংশগ্রহনে প্রতিদিন থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলার ভেন্যুটি ফ্রি ওয়াইফাই জোন হিসেবে কাজ করবে বলেও জানান তিনি।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি মেলায় কোনো প্রভাব ফেলবে কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে রনি বলেন, বগুড়া পুলিশ প্রশাসন আমাদের সার্বিক সহযোগিতা ও নিরাপত্তা বিধান করবে।

সরকারি এবং বিরোধী দলগুলো সবাই দেশপ্রেমিক। তারা দেশের অর্থনীতির স্বার্থে দ্রুতই সমঝোতায় আসবে বলেও আমরা আশা করেন তিনি।

সম্মেলনে উপস্থিত ছিলেন- মেলার হেড অব মার্কেটিং হাসান একরাম, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক অশোক রায় প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪:২৩:২৭   ৫৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ