সংবর্ধনা শুরু নতুন প্রধান বিচারপতির

Home Page » এক্সক্লুসিভ » সংবর্ধনা শুরু নতুন প্রধান বিচারপতির
রবিবার, ১৮ জানুয়ারী ২০১৫



sinha_sm_293895849.jpgবঙ্গ-নিউজ: নবনিযুক্ত প্রধান বিচারপতি এস কে সিনহাকে প্রথম কর্মদিবসে সংবর্ধনা দেওয়া শুরু হয়েছে।রোববার সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক নম্বর আদালত কক্ষে এ সংবর্ধনার আনুষ্ঠানিকতা শুরু হয়।

সংবর্ধনা সভায় প্রধান বিচারপতিসহ উভয় বিভাগের বিচারপতিরা উপস্থিত রয়েছেন।

এ ছাড়া সংবর্ধনায় অংশ নিয়েছেন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সম্পাদক ব্যারিস্টার মাহবুব ‍উদ্দিন খোকন, ব্যারিস্টার রফিক-উল হক, এম আমীর-উল ইসলাম, সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার শফিক আহমেদ, আজমালুল হোসেন কিউসি, সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, এম আই ফারুকীসহ সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবীবৃন্দ।

সংবর্ধনা উপলক্ষে আদালতের এক নম্বর কক্ষ সাজানো হয়েছে।

গত শনিবার (১৭ জানুয়ারি) দেশের ২১তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)।

শনিবার সকাল ১১টা ৫ মিনিটে বঙ্গভবনে এস কে সিনহাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, সদ্য বিদায়ী প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, সাবেক প্রধান বিচারপতিগণ, মন্ত্রিপরিষদ সদস্যগণ, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ, তিন বাহিনীর প্রধানগণ, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমসহ সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা।

গত সোমবার (১২ জানুয়ারি) প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এস কে সিনহা।

তিনি বিচারপতি মোজাম্মেল হোসেনের স্থলাভিষিক্ত হলেন।

বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের তিলকপুর গ্রামে। তার বাবা প্রয়াত ললিত মোহন সিনহা ও মা ধনবতী সিনহা।

বিচারপতি এস কে সিনহা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি পাস করার পর ১৯৭৪ সালে সিলেট জেলা জজ আদালতে অ্যাডভোকেট হিসেবে কাজ শুরু করেন। এরপর ১৯৭৮ সালে হাইকোর্টে এবং ১৯৯০ সালে আপিল বিভাগে আইনজীবী পেশায় আত্মনিয়োগ করেন।

১৯৯৯ সালের ২৪ অক্টোবর তিনি হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগ পান। ২০০৯ সালের ১৬ আগস্ট তাকে আপিল বিভাগে বিচারপতি নিয়োগ করা হয়।

বিচারপতি এস কে সিনহা বর্তমানে জুডিসিয়াল সার্ভিস কমিশনেরও চেয়ারম্যান।

** নতুন প্রধান বিচারপতির সংবর্ধনা সকাল সাড়ে ১০টায়

বাংলাদেশ সময়: ১১:২৩:৫৩   ৩৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ