শীর্ষে চেলসি সোয়ানসি সিটিকে হারিয়ে !

Home Page » খেলা » শীর্ষে চেলসি সোয়ানসি সিটিকে হারিয়ে !
রবিবার, ১৮ জানুয়ারী ২০১৫



05.JPGবঙ্গ-নিউজঃলিগে সোয়ানসি সিটিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে টেবিলের শীর্ষে থাকা দল চেলসি। এই জয়ে ২২ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে নিজেদের অবস্থান আরও সুসংহত করেছে ব্লুজরা। অন্যদিকে, কুইন পার্ক রেঞ্জার্সকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এছাড়া, অ্যাস্টন ভিলাকেও একই ব্যবধানে হারিয়েছে লিভারপুল।সোয়ানসি সিটির বিপক্ষে টানা ৪ ম্যাচ জয়ে কিছুটা এগিয়ে থেকেই মাঠে নামে চেলসি। আর সোয়ানদের মাঠ লিবার্টি স্টেডিয়ামে আক্রমনত্মক ব্লুজরা ম্যাচের প্রথম মিনিটে এগিয়ে যায়। দলকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান তারকা অস্কার। এরপর দিয়েগো কস্তা ২০ মিনিটে গোল করে গোলের ব্যবধান দ্বিগুন করেন।

প্রথমার্ধের ৩৪ মিনিটে সোয়ানসি সিটির রক্ষণদূর্গে আবারো হানা দেন দিয়েগো কস্তা। আর তাতেই ৩-০ গোলের লিড পেয়ে যায় অল ব্লুজরা। এরপর, ৩৬ মিনিটে সেই কস্তার বাড়ানো বলেই দারুন ফিনিশিংয়ে ম্যাচে নিজের দ্বিতীয় গোল আদায় করে নেন অস্কার। ৪-০’ তে এগিয়ে থেকে বিরতিতে যায় হোসে মরিনহোর শিষ্যরা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেও বলের দখল নিজেদের কাছে রেখে দারুন খেলতে থাকে চেলসি। এতে ৭৯ মিনিটে পঞ্চম গোলের দেখা পায় তারা। ইভানোভিচের বাড়ানো বল সোয়ানসি সিটির জালে জড়ান জার্মান স্ট্রাইকার আন্দ্রে শুরলে। ম্যাচে আর কোন গোল না হওয়ায় ৫-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে মরিনহোর শীষ্যরা।

অন্যদিকে, লন্ডনের লফটাস স্টেডিয়ামে জয় পেতে রীতিমতো ঘাম ঝরিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে ভ্যালেন্সিয়ার বাড়ানো বল স্বাগতিকদের জালে পাঠিয়ে রেড ডেভিলদের এগিয়ে দেন ফেল্লাইনি। এরপর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে উইলসন গোল করলে ২-০ গোলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলরা।

আরেক ম্যাচে বার্মিংহামের ভিলা পার্কে অ্যাস্ট ভিলার বিপক্ষে ২৪ মিনিটে বর্নির গোলে এগিয়ে যায় লিভারপুল। এরপর ৭৯ মিনিটে ল্যামবার্ট গোল করলে ২-০ গোলের জয় নিশ্চিত হয় অল রেডদের।

বাংলাদেশ সময়: ১০:২৯:৫৫   ৩৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ