যুক্তরাজ্য সরকারকে চিঠি তারেককে ফেরত পাঠাতে

Home Page » প্রথমপাতা » যুক্তরাজ্য সরকারকে চিঠি তারেককে ফেরত পাঠাতে
শনিবার, ১৭ জানুয়ারী ২০১৫



images3.jpgবঙ্গ-নিউজঃপলাতক বিএনপি নেতা তারেক রহমানকে ফেরত পাঠাতে যুক্তরাজ্যে চিঠি পাঠিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।পলাতক তারেকের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, গত বুধবার তারা এ বিষয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরে চিঠি দেন।

আদালতের নির্দেশনা অনুযায়ী, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সর্বশেষ অবস্থান জানাতে লন্ডনে বাংলাদেশ হাই কমিশনেও চিঠি পাঠানো হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

খালেদা জিয়ার বড় ছেলে তারেক ২১ অগাস্ট গ্রেনেড মামলাসহ দুর্নীতির কয়েকটি অভিযোগ মাথায় নিয়ে গত ছয় বছর ধরে লন্ডনে অবস্থান করছেন।

বিগত সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের শেষ দিকে কারাগার থেকে প্যারোলে মুক্তি নিয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাওয়ার পর তিনি আর ফেরেননি।

সাম্প্রতিক সময়ে লন্ডনে কয়েকটি সভায় বাংলাদেশের ইতিহাসের নিজস্ব ব্যাখ্যা দাঁড় করিয়ে তিনি বিতর্কিত হন। এসব বক্তব্যের জন্য ক্ষমতাসীন দলের নেতাদের তীব্র সমালোচনার মুখে পড়তে হয় তারেককে। সেইসঙ্গে কয়েক ডজন মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

এরপর একটি রিট আবেদনে হাই কোর্টের একটি বেঞ্চ গত ৭ জানুয়ারি ‘পলাতক অবস্থায়’ তারেকের বক্তব্য-বিবৃতি সংবাদ মাধ্যম, সামাজিক যোগাযোগের মাধ্যম বা অন্য কোনো মাধ্যমে প্রচার বা প্রকাশের ওপর নিষেধাজ্ঞা দেয়।

সেইসঙ্গে তারেক রহমানের বিদেশে অবস্থানের বর্তমান অবস্থা জানাতে পররাষ্ট্র সচিবকে নির্দেশ দেওয়া হয়। তারেকের পাসপোর্টের মেয়াদ জানিয়ে একটি প্রতিবেদন দিতে বলা হয় পুলিশ মহাপরিদর্শককে।

এই প্রেক্ষাপটেই পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী স্বাক্ষরিত ওই চিঠি বুধবার যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয় বলে প্রতিমন্ত্রী জানান।

ঢাকায় যুক্তরাজ্যের হাই কমিশনার এবং দেশটির যে মন্ত্রীরা সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সফর করেছেন, তাদের কেউ কখনো লন্ডনে তারেকের অবস্থান সম্পর্কে কথা বলেননি।

এ বিষয়ে প্রশ্ন করলে সাংবাদিকদের বলা হয়েছে, ব্যক্তি বিশেষের অভিবাসন নিয়ে গণমাধ্যমের কাছে তথ্য প্রকাশ যুক্তরাজ্যের নীতির মধ্যে নেই।

বাংলাদেশ সময়: ৯:২৪:১৬   ৪১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ