বঙ্গ-নিউজ: কোপা দেল রে’র দ্বিতীয় লেগের ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে মাঠে নেমেছিল স্বাগতিক রিয়াল মাদ্রিদ। কার্লো আনচেলত্তির রিয়ালের প্রতিপক্ষ হিসেবে আতিথ্য গ্রহন করে স্প্যানিস জায়ান্ট অ্যাতলেতিকো মাদ্রিদ। হাইভোল্টেজ এ ম্যাচে দিয়েগো সিমিওনের শিষ্যরা ২-২ গোলে ড্র করলেও দুই লেগ মিলিয়ে ৪-২ গোলে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে।প্রথম লেগে ঘরের মাঠ ভিসেন্তে কালদেরনে ২-০ গোলের জয় তুলে নিয়েছিল দিয়েগো সিমিওনের অ্যাতলেতিকো। ফলে, ২-০ গোলে এগিয়ে থেকে রিয়ালের এগিয়ে যাওয়ার জন্য বেশ শক্ত বাধা হয়ে দাঁড়িয়েছিল অতিথিরা। ম্যাচের প্রথম মিনিট থেকেই সে আভাস দিয়ে আসছিল সিমিওনের ছাত্ররা।
আনচেলত্তি এ ম্যাচের শুরুতে সেরা একাদশটিই নামিয়েছিলেন। শুরুর একাদশে মাঠে নেমেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা, গ্যারেথ বেল, জেমস রদ্রিগেজ, ইসকো, টনি ক্রুস, মার্সেলো, রামোস, পেপে, কারভাজাল আর কেইলর নাভাস। অপরদিকে, সিমিওনে মাঠে পাঠিয়েছিলেন, হুয়ানফ্রান, মিরান্ডা, দিয়েগো গডিন, থিয়েগো, কোকে, অ্যান্তোনিয় গ্রিজম্যান, রাউল গার্সিয়া আর ফার্নান্দো তোরেসের মতো তারকাদের।
ম্যাচের প্রথম মিনিটেই রিয়ালের জালে বল জড়ান অ্যাতলেতিকোতে এ বছরই আবারো যোগ দেয়া তোরেস।
ম্যাচের ১৯তম মিনিটে টনি ক্রুসের কর্নার কিক থেকে রোনালদো গোল করতে ব্যর্থ হলেও পরের মিনিটে ঠিকই গোল আদায় করে নেয় রিয়াল। ২০ মিনিটের মাথায় ক্রুসের নেয়া ফ্রি-কিক থেকে সমতাসূচক গোল করেন সার্জিও রামোস। ক্রুসের তুলে মারা বলে হেড করে গোলটি করেন তিনি।
ধীরে ধীরে আরও আক্রমনাত্মক হয়ে উঠে রিয়াল মাদ্রিদ। গোলের সুযোগ খুঁজতে থাকে আনচেলত্তির ছাত্ররা। এ ম্যাচে আলাদাভাবে নজর ছিল ফিফা ব্যালন ডি’অর জয়ী রোনালদোর উপর। তবে, ম্যাচে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেন পর্তুগিজ এ তারকা।
ম্যাচের প্রথমার্ধে আর কোনো গোল না হলে ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল। স্বাগতিকদের সংঘবদ্ধ আক্রমন ঠেকাতে অ্যাতলেতিকোর রক্ষনকে ব্যস্ত থাকতে হয়। ৭৮ শতাংশ বল নিজেদের দখলে রেখেছিল রিয়াল।
প্রথমার্ধের প্রথম মিনিটেই গোল করে দলকে প্রথমবার লিড পাইয়ে দিয়েছিলেন অ্যাতলেতিকোর তোরেস। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিট শেষ হতে না হতেই আবারো দলকে লিড পাইয়ে দেন তিনি। গ্রিজম্যানের বাড়ানো বল নিজের নিয়ন্ত্রনে নিয়ে ডানপায়ের আলতো টোকায় রিয়ালের গোলরক্ষক কেইলর নাভাসকে ফাঁকি দিয়ে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন তোরেস।
খেলার ৫০ মিনিটের মাথায় আবারো তোরেসের আক্রমনে ভীত হয়ে পড়ে রিয়াল শিবির। তবে, এ যাত্রায় নিজেই নিয়ন্ত্রন হারিয়ে রিয়ালের ডি-বক্সে পড়ে গেলে গোলের সুযোগ নষ্ট করেন তিনি।
ম্যাচের ৫৪তম মিনিটে দলকে সমতায় ফেরান রোনালদো। ব্রাজিলিয়ান মার্সেলোর পাস থেকে বল পান গ্যারেথ বেল। ওয়েলস তারকার দারুণ একটি ক্রসে প্রায় ডাইভ দিয়ে হেড করে অ্যাতলেতিকোর জালে বল জড়ান রোনালদো।
ম্যাচের বাকি সময়টি আক্রমন, পাল্টা-আক্রমনে গড়ালেও আর কোনো দল গোলের দেখা পায়নি। একাধিক সুযোগ কাজে লাগাতে পারেনি রিয়াল তারকারা। ফলে, ৪-২ গোলের অ্যাগ্রিগেডে রিয়ালকে টপকে কোপা দেল রে’তে শেষ আটে জায়গা করে নিল দিয়েগো সিমিওনের অ্যাতলেতিকো মাদ্রিদ
বাংলাদেশ সময়: ১৪:৩৪:২২ ৪২১ বার পঠিত