নিহত ৪রংপুরে বাসে আগুনে

Home Page » প্রথমপাতা » নিহত ৪রংপুরে বাসে আগুনে
বুধবার, ১৪ জানুয়ারী ২০১৫



images2.jpgবঙ্গ-নিউজঃবিএনপি-জামায়াত জোটের অবরোধের মধ্যে রংপুরের মিঠাপুকুরে বাসে আগুনে এক শিশুসহ চারজন নিহত হয়েছেন। আগুনে দগ্ধ আরো কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী একটি বাসে আগুন দিলে এ হতাহতের ঘটনা ঘটে বলে মিঠাপুকুর থানার ওসি রবিউল ইসলাম জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুড়িগ্রামের উলিপুর থেকে যাত্রী নিয়ে খলিল পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। রাত ১টার দিকে মিঠাপুকুরের জায়গীরহাটে শাপলা হিমাগারের কাছে পৌঁছালে ব্যারিকেড দিয়ে বাসটি থামানো হয়।

এরপর পেট্রোল ঢেলে বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় বলে জানান তিনি।

ওসি রবিউল বলেন, ঘটনাস্থল থেকে এক পুরুষ ও দুই নারীর লাশ এবং একটি মুণ্ডু পাওয়া গেছে।

“মুণ্ডু দেখে মনে হয়েছে, তা কোনো শিশুর হতে পারে।”

বাসে আগুনে দগ্ধ এক শিশুসহ ছয়জন এবং ঘটনার সময় বাস থেকে নামতে গিয়ে আহত সাতজনকে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে হাসপাতালের পরিচালক ড. আব্দুল কাদের খান জানান।

পরে সকালে দগ্ধ এক সেনা সদস্যের স্ত্রীকে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয় বলে রংপুর মেডিকেলের বার্ন ইউনিটের প্রধান ডা. মারুফুল ইসলাম জানান।

তিনি বলেন, বর্তমানে হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন পাঁচজনের মধ্যে এক বৃদ্ধার শরীরের ৯০ ভাগ পুড়ে গেছে। অন্য দুজনের অবস্থাও আশঙ্কাজনক।

এ ঘটনায় হতাহতদের পরিচয় এখনো জানাতে পারেনি পুলিশ। নিহতদের লাশ রংপুর মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

মিঠাপুকুরের ওই এলাকায় জামায়াত ইসলামী ও তাদের সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবিরের শক্ত অবস্থান রয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

এর আগে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর যুদ্ধাপরাধ মামলার রায় ঘোষণার পর মিঠাপুকুরে ব্যাপক তাণ্ডব চালায় জামায়াত কর্মীরা।

সে সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষে সাতজন নিহত হন।

বাংলাদেশ সময়: ১১:২১:৫৯   ৩১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ