এবি ব্যাংকের ডিএমডিসহ ১০ কর্মকর্তাকে দুদকে তলব

Home Page » জাতীয় » এবি ব্যাংকের ডিএমডিসহ ১০ কর্মকর্তাকে দুদকে তলব
বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০১৫



image_113235_0.jpgবঙ্গ-নিউজ: আনন্দ শিপইয়ার্ডের এক হাজার ৩০০ কোটি টাকার ঋণ অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে আরব বাংলাদেশ ব্যাংকের (এবি)ডিএমডিসহ ১০ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের ১৩ জানুয়ারি সকাল ১০টায় দুদকে হাজির হতে বলা হয়েছে।বৃহস্পতিবার দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার বিকালে দুদকের প্রধান কার্যালয় থেকে ১০ কর্মকর্তার কাছে নোটিশ পাঠানো হয়। দুদকের উপপরিচালক জয়নাল আবেদীন শিবলী নোটিশটি পাঠিয়েছেন।

এবি ব্যাংকের ওই ১০ কর্মকর্তা হলেন- প্রধান শাখার ডিএমডি ফারুক এম আহমেদ, একই শাখার এসভিপি ওয়াসিকা আফরোজী, এসভিপি সালমা আক্তার, ভিপি শামীম এ মোর্শেদ, ইভিপি আখতার হামিদ খান, এভিপি মঞ্জুর মফিজ, কারওয়ান বাজার শাখার ইভিপি চৌধুরী মঞ্জুর লিয়াকত, একই শাখার ইভিপি মাহবুবুজ্জামান, এসএভিপি কাজী আশরাফ আলী ও এভিপি মো. আল মামুন।

এর আগে আনন্দ শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়সহ বিভিন্ন শাখার ২৫ জন কর্মকর্তা ও মার্কেন্টাইল ব্যাংকের সাত কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।

আনন্দ শিপইয়ার্ডের এক হাজার ৩০০ কোটি টাকার ঋণ অনিয়মের ঘটনায় ১২টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সংশ্লিষ্ট বলে অভিযোগ রয়েছে। ইতিমধ্যে ওই সব প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণসংক্রান্ত নথিপত্র সংগ্রহ করেছে দুদক। এগুলো যাচাই-বাছাইয়ের জন্য চলছে জিজ্ঞাসাবাদ।

আনন্দ শিপইয়ার্ডের বিরুদ্ধে অভিযোগ, জাহাজ রফতানির নামে ঋণ জালিয়াতির মাধ্যমে তারা দেশের ১২টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। জাহাজ নির্মাণের পূর্ব-অভিজ্ঞতা না থাকলেও পর্যাপ্ত জামানত ছাড়া এসব ঋণ দেয়া হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে এসব জালিয়াতির তথ্য বেরিয়ে আসে।

পরে ইসলামী ব্যাংক লিমিটেড (কারওয়ান বাজার শাখা), এবি ব্যাংক লিমিটেড (কারওয়ান বাজার শাখা), মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড (ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট শাখা), ওয়ান ব্যাংক লিমিটেড (মতিঝিল শাখা), জনতা ব্যাংক লিমিটেড (লোকাল অফিস), এনসিসি ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (প্রধান শাখা) প্রধানদের কাছ থেকে আনন্দ শিপইয়ার্ডের নথিপত্র সংগ্রহ করা হয়।

এ ছাড়া ফিনিক্স ফাইনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (পিএফআইএল), বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিইনান্স কোম্পানি লিমিটেড (বিআইএফসিএল), ফারইস্ট ফিইনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (এফএফআইএল), আইডিএলসি ফাইনান্স, ন্যাশনাল হাউজিং ফাইনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (এনএইচএফয়াইএল), হজ ফিইনান্স কোম্পানি লিমিটেড (এইচএফসিএল) ও প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিইনান্স লিমিটেডের (পিএলএফেল) কাছে আনন্দ শিপইয়ার্ডের নেয়া ঋণের সব কাগজপত্র সংগ্রহ করে দুদক।

এর আগে, বাংলাদেশ ব্যাংকের পৃথক প্রতিবেদনে আনন্দ শিপইয়ার্ডের ঋণ-দুর্নীতির বিষয় উঠে এলে তা আমলে নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।

বাংলাদেশ সময়: ২০:২৭:১৫   ৩৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ