রাষ্ট্রদ্রোহ মামলা তারেক ও একুশে টিভি চেয়ারম্যানের বিরুদ্ধে

Home Page » জাতীয় » রাষ্ট্রদ্রোহ মামলা তারেক ও একুশে টিভি চেয়ারম্যানের বিরুদ্ধে
বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০১৫



image_113241_0.jpgবঙ্গ-নিউজ: পুলিশ বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান এবং একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে মামলা করেছে।এর একদিন আগেই বাংলাদেশের গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আরোপের জন্য সরকারকে নির্দেশ দেয় আদালত।

বৃহস্পতিবার তেজগাঁও থানায় করা এই মামলায় তারেক রহমান ও সালামের বিরুদ্ধে যোগসাজশ করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ আনা হয়।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানিয়েছেন, তারেক রহমান ও আবদুস সালামের বিরুদ্ধে যোগসাজশ করে ‘মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যমূলক ও বিভ্রান্তিকর তথ্যাদি প্রচার করে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি হুমকি সৃষ্টির’ অভিযোগ আনা হয়েছে।

মাজহারুল ইসলাম জানান, স্বরাষ্ট্র মন্ত্ররণালয়ের অনুমতি নিয়েই এ মামলা করা হয়।

তিনি জানান, পুলিশ এখন এ মামলার তদন্তকাজ শুরু করবে।

তারেক রহমানের পক্ষের আইনজীবী এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন এই মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে বর্ননা করে বলেছেন, তারা আইনী এবং রাজনৈতিকভাবেই এর মোকাবিলা করবেন।

একাধিক মামলায় অভিযুক্ত তারেক রহমান বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং দলটির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে। গত সেনাসমর্থিত তত্বাবধায়ক সরকারের সময় আটকাবস্থা থেকে মুক্তিলাভের পর বেশ কয়েকবছর ধরেই তিনি চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন।

লন্ডন থেকে দেয়া তারেক রহমানের কিছু সাম্প্রতিক বক্তব্য বাংলাদেশে একুশে টেলিভিশনের মাধ্যমে প্রচারিত হলে তা নিয়ে ব্যাপক বিতর্ক ও উত্তেজনা সৃষ্টি হয়।

একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালামকে এর পরপরই তার কার্যালয়ে থেকে নিরাপত্তা বাহিনী আটক করে, এবং এর পর পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে করা আগেকার এক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

বাংলাদেশ সময়: ২০:১১:৪৫   ৩৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ