জাতীয় শোক ফ্রান্সে

Home Page » বিশ্ব » জাতীয় শোক ফ্রান্সে
বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০১৫



11.jpgবঙ্গ-নিউজঃপ্যারিসে শার্লি এবদু নামের একটি বিদ্রুপ ম্যাগাজিনের কার্যালয়ে বন্দুকধারীদের গুলিতে নিহতদের স্মরণে এই রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেয়া হয়েছে।ফ্রান্সে বৃহস্পতিবার জাতীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ।বুধবার সন্ধ্যায় টেলিভিশনে দেয়া এক সংক্ষিপ্ত ভাষণে তিনি এই ঘোষণা দেন।

পাশাপাশি বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দেশটিতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকার ঘোষণাও দেয়া হয়।

ভাষণে ওলাদ বলেন, “এই নারী ও পুরুষেরা তাদের সেই বিশ্বাসের জন্য প্রাণ দিয়েছেন যা ফ্রান্সে ছিল, আর তা হচ্ছে স্বাধীনতা। আজ তারাই আমাদের বীর।”

তিনি আরো বলেন, “আমাদের সবচে বড় অস্ত্র হচ্ছে ঐক্য। কোনকিছুই আমাদের মাঝে বিভেদ সৃষ্টি করতে পারবে না, কোনকিছু আমাদের থামাতে পারবে না এবং কোনকিছুই আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না।”

তিনি ফ্রান্সের এই কঠিন সময়ে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

গুলিতে নিহতদের মধ্যে ১১ জন পুরুষ ও একজন নারী রয়েছেন।

বুধবার প্যারিসে শার্লি এবদু নামের একটি বিদ্রুপ ম্যাগাজিনের কার্যালয়ে ঢুকে গুলি চালিয়ে ১২ জনকে হত্যা করে বন্দুকধারীরা।

নিহতদের মধ্যে দুইজন পুলিশ সদস্য ছাড়াও রয়েছেন ম্যাগাজিনটির ৪ জন নামকরা কার্টুনিস্টসহ সম্পাদকও। ম্যাগানিজটির দৈনিক সম্পাদকীয় বৈঠক চলার সময় এ হামলায় অন্তত ৪ জন গুরুতর আহত হয়েছে।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, বুধবার স্থানীয় সময় বুধবার দুপুরের আগে কালো হুডে মুখ ঢাকা বন্দুকধারীরো শার্লি এবদুর কার্যালয়ে ঢোকে এবং অ্যাসল্ট রাইফেল দিয়ে গুলি চালায়।

সেখান থেকে বেরিয়ে গাড়ি নিয়ে পালানোর সময় রাস্তায় পুলিশের সঙ্গেও তাদের গোলাগুলি হয়।

ঘটনার একজন প্রতক্ষদর্শী ফ্রান্সের একটি টেলিভিশনকে বলেন, “দুজন কালো হুড পরা লোক কালাশনিকভ রাইফেল হাতে ওই ভবনে ঢোকে। কয়েক মিনিট পর আমরা গুলির শব্দ পাই। এর পরপরই তারা বেরিয়ে যায়।”

বাংলাদেশ সময়: ১১:৪৬:০১   ৩৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ