সহিংসতায় তিন জন নিহত

Home Page » আজকের সকল পত্রিকা » সহিংসতায় তিন জন নিহত
সোমবার, ৫ জানুয়ারী ২০১৫



w.jpgবঙ্গ-নিউজ:নির্বাচনের প্রথম বার্ষিকীতে বাংলাদেশ জুড়ে সহিংসতায় অন্তত তিন জন নিহত হয়েছে।বিরোধী দল বিএনপি এদিন ঢাকায় যে জনসমাবেশের প্রস্তুতি নিয়েছিল পুলিশের নিষেধাজ্ঞার মুখে তা হতে পারেনি।

কিন্তু বিএনপি সমর্থকরা দেশের বিভিন্ন জেলায় সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেছেন। এসময় পুলিশ এবং সরকার সমর্থকদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে।

এতে নাটোরে দুইজন ও রাজশাহিতে একজন নিহত হয়েছে। নাটোরের জেলা বিএনপি দাবি করছে নিহত দুইজন তাদের কর্মী।

জেলার পুলিশ সুপার বাসুদেব বনিক বিবিসি জানান সেসময় আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে শহরের তেবাড়িয়া এলাকায় আওয়ামীলীগ ও বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হলে গুলিতে দুইজন নিহত হন।

এর প্রতিবাদে স্থানীয় বিএনপি নাটোরে আগামিকাল সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে।

এদিকে রাজশাহীতে বিএনপির সর্মথকরা রাস্তায় জড়ো হতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে কর্মীরা পুলিশকে লক্ষ করে ইট-পাথর ছোড়ে।

রাজশাহীর পুলিশ সুপার আলমগীর কবির বলছিলেন সংঘর্ষের সময় গুলিতে নজিবুর রহমান নামে একজন নিহত হন।

রাজশাহী জেলা বিএনপি অভিযোগ করছে পুলিশের গুলিতে মারা গেছেন বিএনপির ঐ নেতা।

এছাড়া চট্ট্রগামে আজ বিকেলে বিএনপির নেতৃত্বে ২০ দলের সমাবেশ শুরু হয় শহরের কাজির দেউরিতে- সেখানে পুলিশ বাধা দিলে বিএনপির সাথে ব্যাপক সংঘর্ষ বাধে।

বিএনপির সমাবেশ স্থলে ছিলেন চট্ট্রগ্রামের সাংবাদিক রফিকুল বাহার জানাচ্ছিলেন এ ঘটনায় শতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

নারায়নগঞ্জ, খুলনা, সাতক্ষিরা, সুনামগঞ্জ, ব্রাক্ষনবাড়িয়া , চাঁদপুরে বিএনপি, আওয়ামী লীগ ও পুলিশের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে।

বগুড়ার একটি স্কুলের মাঠে বিএনপি ও আওয়ামীলীগের পাল্টাপাল্টি সমাবেশের ঘোষনা দিলে পুলিশ আজ সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বগুড়া শহরে ১৪৪ ধারা জারি করেছে।

বাংলাদেশ সময়: ২২:০৩:০২   ৩১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ