২ জন নিহত নাটোরে সংঘর্ষে

Home Page » আজকের সকল পত্রিকা » ২ জন নিহত নাটোরে সংঘর্ষে
সোমবার, ৫ জানুয়ারী ২০১৫



12345.jpgবঙ্গ-নিউজ:বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা নাটোরে বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত দুজন নিহত হয়েছে।জেলা পুলিশের একজন উর্ধ্বতন কর্মকর্তা এ খবর নিশ্চিত করেছে।

তিনি বলেছেন সকালে তেবাড়িয়া এলাকায় বিএনপি নেতাকর্মীরা মিছিলের প্রস্তুতি নিতে থাকলে সংঘর্ষের সুচনা হয়।

পরে সেখানে অনেক গোলাগুলি হয় এবং তাতে ওই দুজন নিহত হন।

এদিকে রাজশাহী শহরে আওয়ামী লীগের একটি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরে পুলিশ অন্তত ১২ জন বিএনপি নেতাকর্মীকে আটক করেছে।

৫ই জানুয়ারির বিতর্কিত নির্বাচনের বছরপূর্তি উপলক্ষ্যে ঢাকা সহ সারাদেশে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছিলো। পরে ক্ষমতাসীন আওয়ামী লীগও পাল্টা কর্মসূচি দেয়।

পাল্টাপাল্টি প্রস্তুতিতে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন।

পুলিশের নিষেধাজ্ঞার কারণে ঢাকায় অবশ্য পরে তারা সমাবেশের কর্মসুচি স্থগিত করে।

তবে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজানো হচ্ছে।
ঢাকার মোহাম্মদপুরে জমায়েত হওয়া আওয়ামী লীগ নেতাকর্মীরা।

বিএনপি কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ রয়েছে। পুরো এলাকায় অবস্থান নিয়েছে পুলিশ।

কিছুক্ষন আগে একদল যুবক সমবেত হওয়ার চেষ্টা করলে ফাঁকা গুলি ছোড়া হয়েছে বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে ঢাকার লালবাগ থেকে একজন বিএনপি নেতাকে ককটেল সহ আটক করা হয়েছে।

এ অবস্থার মধ্যেই বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব।

মিসেস জিয়া এখন গুলশানের কার্যালয়ে রয়েছেন।

তার কার্যালয়ের সামনে ইট বালু ভর্তি ট্রাক ও ভ্যান ফেলে রাখা হয়েছে। রয়েছে ব্যাপক পুলিশী অবস্থান।

এদিকে ঢাকা গণপরিবহন প্রায় বন্ধ হয়ে গেছে।

ঢাকার সাথে অন্য জেলাগুলো সড়ক ও নৌ যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে আছে।

সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সময়: ১২:৫৬:৪১   ২৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ