২০১৫ বিশ্বকাপ ক্রিকেটের জন্য বাংলাদেশ দল ঘোষণা

Home Page » ক্রিকেট » ২০১৫ বিশ্বকাপ ক্রিকেটের জন্য বাংলাদেশ দল ঘোষণা
রবিবার, ৪ জানুয়ারী ২০১৫



99056_wc.jpgবঙ্গ-নিউজ:২০১৫ বিশ্বকাপ ক্রিকেটের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ ক্রিকেট দলের নাম ঘোষণা করা হয়েছে। মাশরাফি বিন মর্তুজাকে অধিনায়ক ও সাকিব আল হাসানকে সহ-অধিনায়ক করে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।রোববার দুপুরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। দল ঘোষনার আগে বিসিবি সভাপতি পাপন বলেন, ‘সবার সাথে আলাপ আলোচনা করার পর বিশ্বকাপের দল নির্বাচন করা হয়েছে। নির্বাচকরা যে দলটি দিয়েছে সেটিই রয়েছে। এখানে তেমন কোনো পরিবর্তন আসেনি। জিম্বাবুয়ে সিরিজে মত বিশ্বকাপেও দলের নেতৃত্ব দিবেন মাশরাফি। তার ডেপুটি থাকবেন সাকিব আল হাসান।’

বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ স্কোয়াড :

১. মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক)

২. সাকিব আল হাসান (সহ-অধিনায়ক)

৩. তামিম ইকবাল

৪. এনামুল হক বিজয়

৫. সৌম্য সরকার

৬. মোমিনুল হক

৭. মুশফিকুর রহিম (উইকেটরক্ষক)

৮. মাহমুদুল্লাহ রিয়াদ

৯. নাসির হোসেন

১০. সাব্বির রহমান

১১. তাসকিন আহমেদ

১২. আল-আমিন হোসেন

১৩. রুবেল হোসেন

১৪. আরাফাত সানি

১৫. তাইজুল ইসলাম

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত চলবে বিশ্বকাপের একাদশতম আসর। আসন্ন বিশ্বকাপে ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ দল। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান, অস্ট্রেলিয়া, শ্রীলংকা, স্কটল্যান্ড, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার ক্যানবেরাতে ১৮ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।

সূত্র : বাসস।

বাংলাদেশ সময়: ২১:২২:২৬   ২৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ