‘প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়’

Home Page » অর্থ ও বানিজ্য » ‘প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়’
শনিবার, ৩ জানুয়ারী ২০১৫



image_112568_0.jpgবঙ্গ-নিউজ: চলতি অর্থবছরে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয় বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশের অর্থনীতি ২০১৪-১৫ অর্ন্তবর্তবতীকালীন পর্যালোচনা’ শীর্ষক সিপিডি আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এছাড়াও বিদ্যুৎ, জ্বালানি ও যোগাযোগ খাতে উন্নয়ন, জমির যথাযথ ব্যবহার, অর্থনীতির নীতিগত ও প্রাতিষ্ঠানিক সংস্কারের ওপর গুরুত্ব দেয়া হয়েছে সিপিডির পর্যবেক্ষণে। আর বরাবরের মতোই রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়।

সংস্থাটির মতে, রফতানি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ঋণ পরিশোধ, ভর্তুকি ও রেমিট্যান্সের ক্ষেত্রে সরকারের কার্যক্রম সন্তোষজনক। তবে চলতি অর্থবছরে ২৫ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে। ২০১৪ সালের দশম জাতীয় নির্বাচনের পর দেশে বিনিয়োগের যে গতি আশা করা হয়েছিল, তা দেখা যাচ্ছে না।

যেসব ক্ষেত্রে এখনো সরকারের ঘাটতি রয়েছে, সে সব চ্যালেঞ্জও তুলে ধরে সংস্থাটি।

তবে সবচেয়ে বেশি গুরুত্ব পায় ব্যক্তিখাতে বিনিয়োগ বাড়ানোর বিষয়টি, যা না হলে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন অধরা থাকবে বলে মনে করছে গবেষণা প্রতিষ্ঠানটি।

এছাড়া বিদ্যুৎ ও গ্যাস সমস্যার সমাধান, জমি অধিগ্রহণ করে তা সঠিকভাবে কাজে লাগানো, বিদ্যমান জমির যথোপযুক্ত ব্যবহার, আর্থ-সামাজিক খাতে নীতিগত ও প্রাতিষ্ঠানিক সংস্কারের বিকল্প নেই বলে মনে করে সিপিডি।

বাংলাদেশ সময়: ১৪:৪৫:৩৬   ৩২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ