বঙ্গ-নিউজ ডটকম:২০ দলীয় জোটের ঢাকা সোমবারের দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল শুরু হয়েছে। আজ সকাল ৬টা থেকে শুরু হয়ে হরতাল চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।সভা-সমাবেশে বাধা প্রদান ও গ্রেফতারকৃত নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট দেশব্যাপী এ হরতাল ডেকেছে।
২০ দলীয় জোটের ডাকা সোমবারের সকাল-সন্ধ্যা হরতালকে ঘিরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। সোমবার সকালে সরেজমিন দেখা যায়, ১১০ জন পুলিশ সদস্য বিএনপির কেন্দ্রীয় কার্যালায়ের সামনে অবস্থান নিয়েছেন। এ ছাড়া সেখানে পুলিশের কাভার্ড ভ্যান, রায়তকার, জলকামান চোখে পড়েছে।
এ বিষয়ে রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাইফুর রহমান বলেন, ‘হরতালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যেন কোনো মিছিল-মিটিং কিংবা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে ব্যাপারে পুলিশ সতর্ক আছে। বিএনপির কোনো নেতাকর্মীকে এখানে আসতে দেওয়া হবে না। যে কোনো ধরনের অপতৎপরতা রোধে পুলিশ প্রস্তুত।’
নোয়াখালীতে হরতাল সমর্থনকারী পিকেটারদের ইটের আঘাতে শামসুন্নাহার নামে এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। তিনি ঢাকার আগারগাঁও তাওহিদ ল্যাবরেটরি স্কুলের শিক্ষিকা। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নোয়াখালী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোতালেব হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর বেইলি রোডে হরতাল সমর্থনে ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুন নবী খান সোহেলের নেতৃত্বে মিছিলে অংশ নেন ৪০/৫০ জন নেতাকর্মী।
রাজধানীর মালিবাগ ও খিলগাঁওয়ে হরতালের সমর্থনে সকালে মিছিল বের করলে ধাওয়া দিয়ে দুই শিবিরকর্মীকে আটক করে পুলিশ।
সোমবার সকাল ৯টার দিকে রাজধানীর পল্লবীতে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের ছররা গুলিতে স্বপন (৩৫) নামের এক বিএনপি কর্মী আহত হয়েছেন। পুলিশ স্বপনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
সকাল ৯টার দিকে হরতাল সমর্থনে নিউমার্কেট এলাকায় পিকেটিংকালে কেন্দ্রীয় ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক শাহাদাৎসহ চারজনকে আটক করেছে পুলিশ। আজিমপুর থেকে একজন ও নিউমার্কেট এলাকা থেকে তিনজনকে আটক করা হয়।
সকাল ৮টায় রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় আবুল হোটেলের সামনে জামায়াত-শিবির ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন আহত হয়েছেন।
হরতালে রাজধানীর সায়েদাবাদ ও গাবতলী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। এতে দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীদের।
সায়েদাবাদের একটি কাউন্টারের মাস্টার আজগর আলী রাইজিংবিডিকে বলেন, ‘হরতালের কারণে এখন পর্যন্ত কোনো রুটে বাস চালাচ্ছি না। তবে মঙ্গলবার থেকে নিয়মিতভাবে বাস চলাচল শুরু হবে।’
সায়েদাবাদ বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, টার্মিনালে অনেক যাত্রী এসে ফিরে যাচ্ছেন। কেউ আবার এখানেই বসে সময় পার করছেন। হরতাল হওয়ায় তাদের ভোগান্তি হচ্ছে।
হরতাল সফল করতে বিএনপি-জামায়াতসহ জোটের শরিক দলগুলো পৃথক পৃথক বিবৃতিতে দলীয় নেতা-কর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
এদিকে রাজনৈতিকভাবে হরতাল মোকাবিলা করা হবে বলে ঘোষণা দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী কেন্দ্রীয় কার্যালয়ে নেতা-কর্মীদের উপস্থিতি বাড়ছে।
হরতালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীতে বিজিবি মোতায়েন করা হয়েছে। সারা দেশে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
হরতালের আগে রোববার রাত ৮টার দিকে রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় একটি সিএনজিচালিত অটোরিকশায় পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে দগ্ধ হন শামসুন্নাহার (৪৫) এবং তার ছেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র তানজিমুল হক (২৫) ও মেয়ে আনিকা আক্তার (১৮)। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, গাজীপুরে ২০ দলের সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে ও গ্রেফতারকৃত নেতা-কর্মীদের মুক্তির দাবিতে শনিবার সন্ধ্যায় ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের এক বৈঠকের পর সংবাদ সম্মেলন করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ হরতালের ঘোষণা দেন।
বাংলাদেশ সময়: ১২:২৮:৩০ ৪১৮ বার পঠিত