সোমবার সকাল-সন্ধ্যা হরতাল

Home Page » আজকের সকল পত্রিকা » সোমবার সকাল-সন্ধ্যা হরতাল
শনিবার, ২৭ ডিসেম্বর ২০১৪



hortal-1-1419660218.jpgবঙ্গ-নিউজ ডটকম:গাজীপুরে খালেদা জিয়ার জনসভাস্থলে সমাবেশ করতে না দিয়ে ১৪৪ ধারা জারির প্রতিবাদে সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বধীন ২০ দলীয় জোট।এই একই ইস্যুতে শনিবার গাজীপুরে হরতাল এবং সারাদেশে বিক্ষোভ সমাবেশ পালন করছে জোটটি।

শনিবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৈঠকে জামায়াতে ইসলামীর মজলিসে শুরার সদস্য ডা. রেদওয়ান উল্লাহ শাহিদী, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমেদ আবদুল কাদের, জাতীয় পার্টি (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম. মোস্তফা ভূঁইয়া, কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান, এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসেন ইশা, লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, মুসলিম লীগ মহাসচিব আতিকুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মুফতি মো. ওয়াক্কাস, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনপির নিরপেক্ষ সরকারের অধীনের নির্বাচনের দাবির আন্দোলনে দেশব্যাপী জনমত গঠনের অংশ হিসেবে বিভিন্ন জেলার পর বেশকয়েক দিন আগে থেকেই গাজীপুরে জনসভার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। ২৭ ডিসেম্বর জনসভার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতিও নেয় দলটি।

কিন্তু সম্প্রতি বঙ্গবন্ধুকে নিয়ে তারেক রহমানের করা একটি বিতর্কিত মন্তব্যের পরে জনসভাটি প্রতিহতের ঘোষণা দেয় ছাত্রলীগ। তারেক রহমানের বক্তব্যের জন্য ক্ষমা না চাইলে জনসভায় করতে না দেওয়ার হুমকির পাশাপাশি একইস্থানে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় সংগঠনটি। এ নিয়ে গত কয়েকদিনে সমাবেশস্থলের মাঠ দখল করে বিক্ষোভ দেখায় ছাত্রলীগ।

এই পরিস্থিতিতে গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে প্রশাসন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শুক্রবার দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ ধারা বলবৎ থাকবে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার হারুন-অর-রশিদ।

এ পরিস্থিতিতে রাতে দলের জেষ্ঠ্য নেতাদের নিয়ে বৈঠক করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরে গাজীপুরে হরতাল ও সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮:৩৭:৫২   ৩৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ