বঙ্গ-নিউজ ডটকম:বড়দিন উপলক্ষে নাশকতামূলক কর্মকাণ্ড ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে র্যাবের পক্ষ থেকে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় র্যাবের পক্ষ থেকে এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে যে কোনো সন্ত্রাসী, সন্ত্রাসী চক্র অথবা কোনো স্বার্থান্বেষী মহলের পক্ষ থেকে এ জাতীয় অনুষ্ঠানে নাশকতামূলক কার্যকলাপ সংঘটনের তৎপরতা চালানোর অপচেষ্টা হতে পারে। বড়দিনের অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পাদনের নিমিত্তে সারাদেশে র্যাবের গোয়েন্দা ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। বাইরের ব্যাটালিয়নসমূহ তাদের নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল আরও জোরদার করেছে।
এছাড়াও সকল ব্যাটালিয়ন সমূহ ‘বড়দিন’ উদযাপন অনুষ্ঠানের নিরাপত্তার বিষয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসক, পুলিশ সুপার উপজেলা পর্যায়ে ইউএনও, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বড় দিন উদযাপন কমিটি ও বিভিন্ন আয়োজকদের সাথে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করবে।
বড়দিনকে সামনে রেখে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র্যাবও যথাযথভাবে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। এক্ষেত্রে ব্যাটালিয়নসমূহ গত ২৩ ডিসেম্বর থেকে দায়িত্বপূর্ণ এলাকায় বড়দিনের অনুষ্ঠানের স্থান সমূহে গোয়েন্দা কার্যক্রম জোরদার করেছে। ব্যাটালিয়নসমূহ ২৪ ডিসেম্বর থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তা রক্ষার্থে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থলে প্রয়োজনীয় র্যাব সদস্য মোতায়েন রাখবে। ব্যাটালিয়নসমূহ দায়িত্বপূর্ণ এলাকায় খ্রীষ্টান জনগোষ্ঠী অধ্যূষিত এলাকাসমূহ এবং বড়দিনের বিভিন্ন অনুষ্ঠানের স্থান চিহ্নিত করে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করবে।
এছাড়া ব্যাটালিয়নসমূহের দায়িত্বপূর্ণ এলাকার খ্রীষ্টান সম্প্রদায়ের উপাসনালয়, কবরস্থান ও বড়দিন উদযাপন অনুষ্ঠানের স্থানসমূহে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করবে। বড়দিন উপলক্ষে গীর্জাগুলোর আশে-পাশে কোনো মেলার আয়োজন করা হলে সে সকল মেলা, দোকানসমূহে নিরাপত্তা নিশ্চিতকল্পে প্রয়োজনীয় গোয়েন্দা নজরদারী এবং তল্লাশীসহ নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করা হবে।
তাছাড়া, র্যাবের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষার জন্য মোবাইল নম্বরসমূহ সকল র্যাব ব্যাটালিয়নের নিজস্ব এলাকার খ্রীষ্টান সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মযাজক, বড়দিন উদযাপন কমিটি এবং অন্যান্য তথ্য প্রদানকারীর কাছে প্রদান, প্রচারের ব্যবস্থা করা হয়েছে, যাতে যে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা তাৎক্ষণিকভাবে র্যাবের কাছে পৌঁছানো যায়।
২৩ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত ব্যাটালিয়নসমূহের চাহিদা মোতাবেক গুরুত্বপূর্ণ স্থানসমূহে বম্ব ডিসপোজাল ও ডগ সুইপিং সহায়তার জন্য র্যাবের বম্ব ডিসপোজাল টিম ও ডগ স্কোয়াড সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। বড়দিন উপলক্ষে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থল ও তার পার্শ্ববর্তী এলাকাসমূহে গোয়েন্দা দলের নজরদারী বৃদ্ধি ও প্রয়োজনীয় গোয়েন্দা তথ্য সংগ্রহ অব্যাহত রয়েছে।
এছাড়াও গুরুত্বপূর্ণ ঘটনা, অনুষ্ঠানের ভিডিও, স্থির চিত্র ধারণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ স্থানসমূহে ভিডিও, স্টিল ক্যামেরাসহ গোয়েন্দা টিম মোতায়েন করা হবে। বড়দিন উপলক্ষ্যে বিভিন্ন বিনোদন কেন্দ্র, পার্ক, চিড়িয়াখানা ইত্যাদি স্থানে সাধারণ জনগণের আনা-গোনা বেশী থাকবে। এ সকল স্থানে সাধারণ জনগণ যেন কোনো হয়রানি অথবা সন্ত্রাসী কর্মকাণ্ডের কবলে না পড়ে সে ব্যাপারে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হবে।
বাংলাদেশ সময়: ৮:২৮:২২ ৪৭৭ বার পঠিত