‘বড়দিন’

Home Page » আজকের সকল পত্রিকা » ‘বড়দিন’
বুধবার, ২৪ ডিসেম্বর ২০১৪



image_92589_0-copy.jpgবঙ্গ-নিউজ ডটকম:বিশ্বব্যাপী খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উদযাপিত হচ্ছে । যিশু খ্রিস্টের জন্মকে স্মরণীয় করে রাখতে ২৫ ডিসেম্বর বিশ্বব্যাপী এই দিনটি পালিত হয়। এদিন খ্রিস্টান পরিবারগুলো একে অপরের কাছে আছে এবং পরস্পরকে উপহার প্রদান করে। বড়দের পাশাপাশি বিশেষ করে শিশুরা দিনটিকে খুব উপভোগ করে কারণ তারা এদিন প্রচুর উপহার পেয়ে থাকে। দিনটি উদপান উপলক্ষ্যে বাংলাদেশসহ সারা বিশ্বের খ্রিস্টান ধর্মাবলম্বীরা ব্যাপক প্রস্তুতি নিয়ে থাকে। এবারও এর ব্যতিক্রম হয়নি।২৫ ডিসেম্বরকে যিশু খ্রিস্টের জন্মদিন হিসেবে উদযাপন করা হলেও এদিন যিশু জন্ম নেননি। আসলে যিশুর জন্ম ঠিক কখন এ ব্যাপারে বাইবেলেও স্পষ্ট করে কিছু বলা হয়নি। ৩৩৬ এডিতে প্রথম ২৫ ডিসেম্বরকে বড়দিন হিসেবে উদযাপন করা হয় বলে রেকর্ড আছে। রোমান সম্রাট কনস্টেনটাইনের সময়ে তা উদযাপিত হয়েছিল। কনস্টেনটাইন-ই ছিলেন প্রথম খ্রিস্টান রোমান সম্রাট। এর কয়েক বছর পর ‘পোপ জুলিয়াস প্রথম’ ২৫ ডিসেম্বরকেই যিশুর জন্মদিন হিসেবে পালন করা হবে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছিলেন। এরপর থেকেই বিশ্বব্যাপী খ্রিস্টান ধর্মাবলম্বীরা ২৫ ডিসেম্বরকে যিশুর জন্মদিন হিসেবে উদযাপন করে আসছে।
এদিকে ২৫ ডিসেম্বর সামনে রেখে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে ২৪ ডিসেম্বরকে ‘ক্রিসমাস ইভ’ হিসেবে পালন করা হয়। এদিন সাধারণ ছুটি না থাকলেও অনেকেই অর্ধদিবস বা পূর্ণদিবস ছুটি কাটিয়ে থাকেন। প্রতিবারের মতো এবারও ২৪ ডিসেম্বর তারা কেনাকাটায় ব্যস্ত অাছেন। শেষ মুহূর্তের কেনাকাটা করতে তারা শপিংমলগুলোতে ছুটছেন আর প্রিয়জনদের জন্য পছন্দসই উপহার কিনছেন। সেই সঙ্গে তারা তাদের বাড়িঘরকে নানা রঙের আলো দিয়ে সজ্জিত করেন।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সরকারি বাসভবন হোয়াইট হাউসে অবশ্য মাসখানেক আগে থেকেই বড়দিন উদযাপনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ঘোড়ার গাড়ি করে গত মাসেই সেখানে প্রচুর সংখ্যক ক্রিসমাস ট্রি আনা হয়েছে। এর মধ্য থেকেই মিশেল ও তাদের দুই মেয়ে নিজেদের পছন্দের ক্রিসমাস ট্রি-টি বেছে নিয়েছেন। ইতোমধ্যে হোয়াইট হাউসকে নানা রঙ্গের বাতিতে সজ্জিত করা হয়েছে।
বিশ্বের অন্যান্য স্থানের মতো বাংলাদেশেও খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা দিনটি বেশ জাকজমকের সঙ্গে পালন করে থাকেন। তাদের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। বড়দিন উপলক্ষ্যে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা খ্রিস্টান সম্প্রদায়ের লোকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে থাকেন। এছাড়া দেশজুড়েই খ্রিস্টান ধর্মাবলম্বীরা দিনটি বেশ উৎসাহের সঙ্গে পালন করবেন। দিনটি সামনে রেখে ঢাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। পাঁচ তারকা হোটেলগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।

বাংলাদেশ সময়: ১৯:৫০:৫৩   ৩৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ