ঝালকাঠিতে বাস খাদে : নিহত ৭

Home Page » জাতীয় » ঝালকাঠিতে বাস খাদে : নিহত ৭
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০১৪



96119_rajapur-photo-7.jpgবঙ্গনিউজ:বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের রাজাপুরের বিশ্বাস বাড়ী নামক এলাকায় বাস খাদে পড়ে কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন প্রায় ৪০ জন। মঙ্গলবার বিকেল ৪ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
খুলনা থেকে বরিশালগামী রূপম পরিবহনের একটি বাসের চাকা ফেটে গেলে বাসটি পাশে নির্মানধীন একটি ব্রিজের খাদে পড়ে যায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।নিহতদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন শাওন (৩৫), ঝরণা ওরফে কুলসুম (২৮)। তারা স্বামী স্ত্রী। এদের বাড়ী পটোয়াখালীর লেবখালীতে। বাসটি উল্টে যাওয়ায় ভেতরে থাকা যাত্রীদের উদ্ধারের চেষ্টা চলছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।ঘটনার পর স্থানীয় মানুষ দুর্ঘটনাকবলিতদের উদ্ধারের জন্য ছুটে। কিন্তু বাসটি এমনভাবে উপড়ে পড়েছে মানুষের বাঁচার আর্তনাদ শুনতে পেলেও তাৎক্ষনিক তাদের বের করা সম্ভব হয়নি। পরে ঝালকাঠি, কাউখালি ফায়ার সার্ভিস, পুলিশ ও র‌্যাব-৮ এর সদস্য, আনসার ও স্থানীয়দের ২ ঘন্টা চেষ্টায় উদ্ধার হয় লাশ। মঙ্গলবার বিকেল ৪ টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা বরিশালগামী রুপম পরিবহনের একটি বাস (টাঙ্গাইল জ-০৪-০১১৫) সামনের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রন হারিয়ে ঝালকাঠির রাজাপুরের বিশ্বাসবাড়ি এলাকার সড়কের নির্মানাধীন ব্রীজের খাদে পড়ে যায়। নির্মানাধীন ব্রিজের পিলারের সাথে ধাক্কা লেগে বাসটি দুমড়েমুচরে যায়। এ ঘটনায় বাসে থাকা অর্ধশতাধিক যাত্রীরা আটকে পড়ে। আহতদের রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে ও বিভিন্ন কিনিকে ও বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজাপুর থানার ওসি মাসুদুজ্জামান বলেন, এ পর্যন্ত ৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনাস্থলে ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ সাখাওয়াত হোসেন, পুলিশ সুপার মজিদ আলীসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উদ্ধার কাজ তদারকি করছেন।

বাংলাদেশ সময়: ১৯:৪৫:১৫   ৩৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ