বন্ধুত্বের প্রমাণ দিলো বানর বন্ধু

Home Page » এক্সক্লুসিভ » বন্ধুত্বের প্রমাণ দিলো বানর বন্ধু
সোমবার, ২২ ডিসেম্বর ২০১৪



বঙ্গনিউজ:ঘটনা দুই বানর বন্ধুকে নিয়ে। একজন অতি দুষ্ট, কোন জায়গায়ই স্থির হয়ে বসে না। কখনো এই গাছে তো, পরমুহূর্তে ওই গাছে। আবার কখনো মানুষের খাবার নিয়ে টানাটানি। আরেকজন কম দুষ্ট। মানে, পরিস্থিতি বুঝে দুষ্টামি করে এই আর কী।
একদিন দুজনে এক রেলস্টেশনে বসে ছিল। বসে ছিল বললে ভুল হবে। অতি দুষ্ট বন্ধুকে এক প্রকার জোর করেই বসিয়ে রেখেছিল কম দুষ্ট বন্ধুটি। কারণ স্টেশনে এত মানুষ। অতি দুষ্টকে ছেড়ে দিলে বান্দরামি করে মানুষকে অতিষ্ট করে তুলবে।
স্টেশনের পাশেই ছিল উঁচু উঁচু বৈদ্যুতিক খুঁটি। কিন্তু অতি দুষ্ট বন্ধুটি আর কতক্ষণ বসে থাকবে। তার তো অত ধৈয্য নেই। সে করল কি লাফ দিয়ে ওই খুঁটির উপর বসে তার বাইতে লাগল। এ অবস্থা দেখে কম দুষ্ট বন্ধুটি নড়েচড়ে উঠল। আরে, ওখানে গেল কী করে? ইশারায় অতি দুষ্ট বন্ধুকে নেমে আসতে বলল। কিন্তু ওকে আর পায় কে?সে তো তারে তারে বানর ঝোলা ঝুলল। অনেক ডাকাডাকির পরও কম দুষ্টর কথা কানে নিল না বন্ধুটি। তারপর যে ভয় ছিল তা-ই হল, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার থেকে ছিটকে নিচে পড়ল বন্ধুটি।আঁতকে উঠল রেল লাইনে বসে থাকা বন্ধুটি। তাড়াতাড়ি লাফিয়ে লাফিয়ে বন্ধুর কাছে গেল সে।এরিমধ্যে স্টেশনের চারপাশে মানুষ জড়ো হয়ে গেছে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। কেউ কেউ মোবাইল বের করে ছবি তুলছে, কেউ ভিডিও করছে। কিন্তু বানরটাকে উদ্ধার করতে কাছে আসছে না। কোনো মানুষ এগিয়ে না এলেও পাশে আসে ওদেরই জ্ঞাতী ভাই।কম দুষ্ট বন্ধুটি হাত-পা দিয়ে ঠেলা দিল কিন্তু বন্ধু যে নড়ছে না। আরেকবার ঝাকাতেই দুই রেললাইনের ফাঁকে পড়ে যায় বন্ধুটি। এখন উপায়?অনেক কষ্ট করে টেনে উঠায় বন্ধুকে। তারপর বুদ্ধি করে বন্ধুর গলায় মুখ দিয়ে মালিশ করতে থাকে। কিন্তু তবুুও জ্ঞান ফিরছে না বন্ধুর।
তবুও হাল ছাড়ে না সে।বার বার বন্ধুকে ঝাকাতে থাকে। এক পর্যায়ে থাপড়াতে থাকে। কিন্তু কোনো ফল পায় না।আশেপাশে মানুষের ভিড় বাড়তে থাকে কিন্তু কাছে আসে না কেউই, পাছে ‘চমৎকার’ এই মুহূর্তটি ক্যামেরায় ধারণ করতে পিছিয়ে যায়।
ওই দিকে বন্ধুকে বাঁচানোর চেষ্টার কোনো ক্রটি করে না বন্ধুটি।
শেষমেষ বানরটি বন্ধুকে নিয়ে পাশের খালে ফেলে দেয়। পানিতে চুবাতে থাকে, যদি পানির ছোয়ায় জ্ঞান ফেরে। এই ভেবে একবার, দুইবার একইভাবে পানিতে চুবানোর পরই নড়েচড়ে ওঠে বন্ধু! হাফ ছেড়ে বাঁচে বন্ধুটিও। তারপর পরম মমতায় বন্ধুর পিঠে হাত বুলিয়ে দেয়।আর আশপাশের মানুষগুলো মোবাইলে ভিডিওর অফ বাটনটি চেপে বন্ধ করে।
দুই দুষ্ট বন্ধুর এই মিষ্টি বন্ধুত্বের সাক্ষী থাকে ভারতের কানপুর রেল স্টেশন।

<iframe width=”1280″ height=”720″ src=”//www.youtube.com/embed/DVWPbd1UykY” frameborder=”0″ allowfullscreen></iframe>

বাংলাদেশ সময়: ২১:২০:৪৬   ৩৫৮ বার পঠিত  




এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ