তিস্তা ও স্থল সীমান্ত চুক্তি সমাধানে মোদির আশ্বাস

Home Page » জাতীয় » তিস্তা ও স্থল সীমান্ত চুক্তি সমাধানে মোদির আশ্বাস
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০১৪



95032_president2.gifবঙ্গ- নিউজঃভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিস্তা ও স্থল সীমান্ত চুক্তি সমস্যা সমাধানে তার সরকারের প্রতিশ্র”তির কথা পুনর্ব্যক্ত করে বলেছেন, এ দুটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে তার সরকার অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে।আজ ভারতের হায়দ্রাবাদ হাউসে বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে সাক্ষাৎকালে ভারতের প্রধানমন্ত্রী বলেন, তিস্তা পানি বণ্টন ও স্থল সীমান্ত চুক্তি ইস্যুর দ্রুত সমাধানে আমরা কাজ করে যাচ্ছি। রাষ্ট্র্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকের উদ্ধৃতি দিয়ে বাসসকে এ কথা জানান।মোদি বলেন, তিনি যত দ্রুত সম্ভব ঢাকা সফরের পরিকল্পনা নিয়েছেন। আধ ঘণ্টার এ বৈঠককালে রাষ্ট্রপতি আবদুল হামিদ নরেন্দ্র মোদির নেতৃত্ব ও তার ‘গুজরাট মডেল’-এর প্রশংসা করে বলেন, তার নেতৃত্বে সারা ভারতের তরুণ প্রজন্ম একটি সমৃদ্ধ দেশ গড়ে তুলবে।
বিদ্যুৎ খাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি এ ক্ষেত্রে বিশেষ করে নেপাল ও ভুটান থেকে বাংলাদেশের জলবিদ্যুৎ আমদানি প্রচেষ্টায় তার দেশের আরো সহযোগিতা কামনা করেন।
জবাবে মোদি বলেন, বিদ্যুৎ খাতে সহযোগিতা জোরদারে ভারত প্রস্তুত রয়েছে। আবদুল হামিদ আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, এ ধরনের যোগাযোগ এতদঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে।
এ প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী বলেন, অবকাঠামো ও পর্যটনের উন্নয়নসহ যোগাযোগ প্রচেষ্টা হতে হবে উপ-আঞ্চলিক যোগাযোগ উন্নয়ন। নিউইয়র্কে এবং কাঠমান্ডুতে সার্ক শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকের কথা উল্লেখ করে মোদি বলেন, তারা সফল আলোচনা করেছেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের নজিরবিহীন সমর্থন ও সহায়তার কথা গভীর কৃতজ্ঞতার সাথে উল্লেখ করেন।
মোদি বলেন, দুই মহান মুক্তিযোদ্ধা জেনারেল জ্যাকব ও বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে বৈঠকে মিলিত হতে পেরে তিনি আনন্দিত।
এ সময় বাংলাদেশ পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, সিনিয়র সচিব আলতাফ আলী ও রেজওয়ান আহমেদ তৌফিক উপস্থিত ছিলেন।
ভারতের পক্ষে উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পররাষ্ট্র সচিব সুজাতা সিং এবং ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার পংকজ শরণ।

বাংলাদেশ সময়: ২৩:০২:০২   ৩৬৭ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ