আনসারুল্লাহ বাংলা টিমের‘ড্রোন’ ব্যবহারের পরিকল্পনা!

Home Page » প্রথমপাতা » আনসারুল্লাহ বাংলা টিমের‘ড্রোন’ ব্যবহারের পরিকল্পনা!
বুধবার, ১৭ ডিসেম্বর ২০১৪



sustdron-14.jpgবঙ্গ- নিউজঃ উগ্রপন্থী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে আটক করার পর তাদের কাছে ড্রোন বা কোয়াড হেলিকপ্টারের মতো রিমোট কন্ট্রোল চালিত ‘ফ্লাইং মেশিন’ তৈরির সরঞ্জাম পাওয়ার কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ।গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, মঙ্গলবার রাতে ঢাকার যাত্রাবাড়ি এলাকার একটি বাড়ি থেকে তানজিল হোসেন বাবু ও গোলাম মাওলা মোহন নামের ওই দুই যুবককে আটক করা হয়।

তারা দুজনেই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলে পুলিশের দাবি।

ছানোয়ার হোসেন বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে, ড্রোন কিংবা কোয়াড হেলিকপ্টার তৈরি করে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনার ছবি তুলে সেসব স্থাপনায় হামলার পরিকল্পনা করছিল তারা।”

বুধবার মহানগর পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে গোয়েন্দা পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের কথিত সন্ত্রাসবিরোধী যুদ্ধে গত কয়েক বছর ধরে মনুষ্যবিহীন এই ক্ষুদে উড়োজাহাজ ব্যবহারের ফলে ‘ড্রোন’ নামটি এখন বিশ্বব্যাপী পরিচিত।

এসব যানে সংবেদনশীল ক্যামেরা থাকে, যার মাধ্যমে যুদ্ধক্ষেত্রে নিজেদের অবস্থানের জানান না দিয়েই শত্রুর ওপর নজরদারি করা যায়। আফগানিস্তানের যুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার কাজেও যুক্তরাষ্ট্র ড্রোন ব্যবহার করেছে।

গোয়েন্দাগিরি ছাড়াও আবহাওয়া পর্যবেক্ষণ, উদ্ধার অভিযানসহ বিভিন্ন কাজে এখন ড্রোন ব্যবহার করা হয়।

মনুষ্যবিহীন বিমান নিয়ে বিশ্বব্যাপী গবেষণার প্রেক্ষাপটে বাংলাদেশেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উৎসাহী তরুণরা ক্যামেরা বহনে সক্ষম ছোট আকৃতির দূর নিয়ন্ত্রিত বিমান তৈরি করেছে।

তবে বাংলাদেশের কোনো জঙ্গি বা উগ্রপন্থি সংগঠনের হাতে এ ধরনের প্রযুক্তি থাকার কথা এর আগে শোনা যায়নি।

আনসারুল্লাহ বাংলা টিমের নাম প্রথম আলোচনায় আসে গত বছর শেষ দিকে। অগাস্টে বরগুনা থেকে এ সংগঠনের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানীসহ ৩১ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ঢাকার মোহাম্মদপুরে জসীমের বাসা ও অফিসে অভিযান চালিয়ে কম্পিউটার, ল্যাপটপ, সিডিসহ উসকানিমূলক বই উদ্ধার করা হয়।

গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা সে সময় বলেছিলেন, ‘জিহাদের’ মাধ্যমে সরকারকে হটানোর লক্ষ্যে আনসারুল্লাহ বাংলা টিম’ থানা থেকে অস্ত্র লুট ও বিভিন্ন স্থাপনায় হামলার পরিকল্পনা করেছিল।

জসীমসহ এ সংগঠনের ১০ সদস্যের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গত ১৬ সেপ্টেম্বর অভিযোগপত্রও দিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১২:৫০:৪৪   ৫৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ