সূর্যরঙের ফুলের জন্য অপেক্ষা-রোকসানা লেইস

Home Page » মুক্তমত » সূর্যরঙের ফুলের জন্য অপেক্ষা-রোকসানা লেইস
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০১৪



1479513_10152162656367754_304123657_n.jpgমধুমতির সাথে অনেকদিন দেখা হয় না। জানা হয়নি কতটা গড়িয়েছে জল এতদিনে।সন্ধ্যার কাব্যকলার পথ পেরিয়ে সূর্যাস্তের রঙিন স্বপ্ন মেখে

এখনও সে কি আগের মতন খলবলে,

অপেক্ষায় থাকে ভোরের সূর্য জাগার, অনাদী বয়ে যাওয়ার।

হিজলের ছায়া ডানা মেলে থাকে, রূপসি বউদের মায়াবী মুখে,

জল আনতে ঘাটে গেলে, তারা কি আগের মতনই কলতানে মাতে,

খুব জানতে ইচ্ছে করে।

জানা হয়না অনেক কিছু।

শুধু ভাবনার খইরঙা হাঁস, পাখা ঝাপটায় সুখের অনুভবে।

জানা হয়না কালো থাবা ষড়যন্ত্রের হাত মেলে গুড়িয়ে দিতে চায় সূর্যরঙের ফুল।

জানা হয়না তুমুল বাতাসে উড়িয়ে নেয় সুখের বসত।

জানা হয়না আদিগন্ত অবিশ্বাসের সুনিপুন বুনন তাঁত বুনে সুচারু মাঠে।

বসত ভীটা ঘুন পোকায় কাটে নিরবধী ধিকি ধিকি অঙ্গার।

এত অজানার মাঝে একটা শুধু আলোরধারা- বয়ে যাওয়ার খবর জানি,

যে ছুটে চলেছে মোহনায়। যেখানে পদ্মা মেঘনা যমুনা মিলেছে একসাথে

আদি এবং অবিচল সে থাকবে সব ষড়যন্ত্রে তুচ্ছো করে।

বাংলাদেশ সময়: ০:৫৪:০২   ৪৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

মুক্তমত’র আরও খবর


পাণ্ডুলিপি প্রকাশনের বাইশটি বছর : সোনালি অভিযাত্রায় স্বর্ণালি পালক মোঃ আব্দুল মুনিম জাহেদী (ক্যারল)
দেশ ছাড়ছেন, তবু রাশিয়ানরা সেনাবাহিনীতে যোগ দিচ্ছে না ?
স্বামীজীর শিকাগো গমন - দুর্গম ও নাটকীয় এক অভিযাত্রা: শেষ পর্ব- স্বপন কুমার চক্রবর্তী
স্বামীজীর শিকাগো গমন - দুর্গম ও নাটকীয় এক অভিযাত্রা: পর্ব-২: স্বপন চক্রবর্তী
স্বামীজীর শিকাগো গমন - দুর্গম ও নাটকীয় এক অভিযাত্রা -স্বপন চক্রবর্তী
১৫ হাজার রুশ সেনার মৃত্যু: উইলিয়াম বার্নস
প্রধানমন্ত্রী পুত্র-কন্যা সহ সেতু পারি দিয়ে গোপালগঞ্জ গেলেন
ঐতিহাসিক ৬ দফা ছিল বাঙালির মুক্তির সনদ: প্রধানমন্ত্রী
শনিবার দেশে আনা হচ্ছে আব্দুল গাফফার চৌধুরীর লাশ
জাতীয় কবি কাজী নজরুলের ১২৩তম জন্মবার্ষিকী

আর্কাইভ