বঙ্গ-নিউজঃ বরিশালে কওমী মাদ্রাসা ঐক্য পরিষদের পঞ্চম ইসলামী মহাসম্মেলন ও তাফসিরুল কোরআন মাহফিলে অংশ নিচ্ছেন না চরমোনাই পীর অনুসারীদের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার নগরীর বান্দ রোডের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দুই দিনব্যাপী এই মহাসম্মেলন ও মাহফিল উদ্ধোধন হবে।হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ্ আহম্মেদ শফি সহ হেফাজতের শীর্ষ নেতারা এতে অংশগ্রহন করবেন বলে আয়োজকদের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছেন। দুই দিনব্যাপী সন্মেলনের শেষ দিন রবিবার আল্লামা শফির বয়ান দেওয়ার কথা রয়েছে।ইসলামী আন্দোলনের অভিযোগ, জামায়াতে ইসলামীর চক্রান্তে চরমোনাই পীর অনুসারীদের মহাসম্মেলন থেকে দূরে থাকতে বাধ্য করা হচ্ছে।মহানগর ইসলামী আন্দোলনের আমীর মাওলানা সৈয়দ নাসির আহম্মেদ কাওছার জানান, গত ৪টি মহাসম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম। এবার তাদের মহাসম্মেলনে আমন্ত্রন করেননি হেফাজত নেতারা। তাই তারা মহাসম্মেলন ও তাফসিরুল কোরআন মাহফিলে অংশ নেবেন না।
কওমী মাদ্রাসা ঐক্য পরিষদের আহ্বায়ক ও হেফাজতে ইসলামের বিভাগীয় আমীর মাওলানা ওবাইদুর রহমান মাহবুব অভিযোগ অস্বীকার করে জানান, গত এপ্রিলে মহাসম্মেলন হওয়ার কথা থাকলেও তখনকার রাজনৈতিক পরিস্থিতির কারনে সেটা সম্ভব হয়নি। পরে ১৩ ও ১৪ ডিসেম্বর সন্মেলনের তারিখ নির্ধারন করা হয়েছে। চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করে তাদের আমন্ত্রন জানানো হলেও তারা জানিয়েছেন, পীরের ভাই মুফতি সৈয়দ ফয়জুল করীম ওমান সফরে রয়েছেন। ১৪ ডিসেম্বর মুন্সীগঞ্জে একটি মাহফিলে অংশ নেবেন তিনি। এ কারনে তাদের প্রধান কিংবা বিশেষ অতিথি করা যায়নি। ইসলামী আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ মাহফিলে উপস্থিত থাকবেন বলে তারা জানিয়েছিলেন।
ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য ও চরমোনাই পীরের বড় ভাই মুফতি মোসাদ্দেক বিল্লাহ্ আল মাদানী জানান, সম্মেলনের তারিখ এবং অতিথি তালিকা চূড়ান্ত করার পর শুধুমাত্র সৌজন্যতা রক্ষার জন্য তাদের আমন্ত্রন করেন মহাসম্মেলন আয়োজকরা। এ ধরনের আমন্ত্রনে তাদের পক্ষে অংশগ্রহন করা সম্ভব না। তিনি দাবি করেন, জামায়াতের চক্রান্তেই এবারের ইসলামী মহাসম্মেলন ও তাফসিরুল কোরআন মাহফিল থেকে চরমোনাই অনুসারীদের দূরে রাখা হয়েছে। অথচ বরিশালের সবচেয়ে বড় কওমী মাদ্রাসা চরমোনাইতে। তাদের দূরে রেখে আয়োজকরা সংকীর্ণ মানসিকতার পরিচয় দিয়েছেন বলে তিনি জানান।
প্রতিবছরের মতো এবারও নগরীর বান্দ রোডের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দুই দিনব্যাপী ইসলামী মহাসম্মেলন ও তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে। গতবছরের মহাসম্মেলনে হেফাজতের শীর্ষ নেতারা অংশগ্রহণ করলেও আল্লামা শাহ আহম্মেদ শফি এই প্রথম বরিশালের মহাসম্মেলনে অংশ নিতে আসছেন। প্রতিবছর মহাসম্মেলন ও তাফসিরুল কোরআনের মাধ্যমে বড় ধরনের শো-ডাউন করে থাকেন স্থানীয় হেফাজত নেতারা। এবার আমীর আল্লামা শফির অংশগ্রহণের খবরে মহাসম্মেলন অধিক গুরুত্ব পাচ্ছে হেফাজত সমর্থকদের কাছে।
মহাসম্মেলনে আরও অংশগ্রহণ করবেন হেফাজতের কেন্দ্রীয় মহাসচিব হাফেজ জুনাইদ বাবুনগরী, নায়েবে আমীর ও ঢাকা মহানগরের আহ্বায়ক নুর হোসেন কাশেমী, কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ড মহাসচিব মাওলানা আব্দুল জব্বার, আল্লামা শায়খ আহম্মদ, মুফতি ওমর ফারুক, মাওলানা জুনায়েদ আল হাবীব, মুফতি নজরুল ইসলাম ও মুফতি আব্দুর রাজ্জাক। উল্লেখিত হেফাজত নেতাদের নাম সংবলিত পোষ্টারে ছেয়ে গেছে নগরী। ভারতের দেওবন্দ মাদ্রাসার মোদাছির মুফতি আমিন পালনপুরীকে মহাসম্মেলনের বিশেষ অতিথি করা হলেও ভিসা জটিলতার কারনে তিনি আসছেন না বলে জানিয়েছেন মাওলানা ওবাইদুর রহমান।
বাংলাদেশ সময়: ১৩:০৬:২০ ৯২৬ বার পঠিত