জয়পুরহাটে ট্রেন দুর্ঘটনায় ৪ জন নিহত

Home Page » জাতীয় » জয়পুরহাটে ট্রেন দুর্ঘটনায় ৪ জন নিহত
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০১৪



train-accident-logo.jpgহাসান মাহমুদ,বঙ্গ-নিউজঃজয়পুরহাটের পাঁচবিবিতে মারাত্মক ট্রেন দুর্ঘটনায় চারজন নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটে গতকাল সন্ধ্যায় পাঁচবিবি উপজেলার খাসবাগুড়ি (শিমুলতলী) রেলগেট-সংলগ্ন এলাকায়। দুর্ঘটনার পর উত্তরাঞ্চলের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ সাময়িক বিচ্ছিন্ন হয়ে যায়। নিহতেরা হলেনÑ জয়পুরহাট কালেক্টরেট স্কুলের নৈশপ্রহরী আজাহার আলী, সদর উপজেলার পুরানাপৈল এলাকার সাদেকুল ও জয়পুরহাট পৌর এলাকার খঞ্জনপুরের জুয়েল হোসেন।
প্রতক্ষদর্শীরা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টায় খুলনা থেকে সৈয়দপুরগামী জ্বালানি তেলবাহী ২৮টি লরিসহ খুলনা কেআইপি থার্টিন আপ ট্রেনটি জয়পুরহাট রেলস্টেশন অতিক্রম করার পর হোসপাইপ খুলে ইঞ্জিন থেকে ২৪টি লরি বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন হওয়া লরির পেছন থেকে থেকে গার্ড রেলের চালককে বিচ্ছিন্ন হওয়ার সংবাদটি দেন। সংবাদ পেয়ে চালক ইঞ্জিনটি থামালে বিচ্ছিন্ন হওয়া ২৪টি গতিশীল লরি প্রচণ্ড জোরে পেছন থেকে ইঞ্জিনটিকে ধাক্কা দেয়। এতে লরিতে অবৈধভাবে ভ্রমণরত নারী ও শিশুসহ ২৫ ব্যক্তি মারাত্মকভাবে আহত হন। আহতদের শরীর থেকে হাত পা বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় অজ্ঞাতনামা (৩৫) এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর উদ্দীন আল ফারুক ও জয়পুরহাট দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজাহার (৩৮) সাদেকুল (২৯) ও মিজান (৩০) মারা যান বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। দুর্ঘটনার পর ট্রেন যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেলেও অল্পসময়ের মধ্যে তা স্বাভাবিক হয়ে যায়।
দুর্ঘটনায় আহতরা হলেন : জয়পুরহাট শহরের শান্তিনগরের সিরাজের ছেলে বাদল (৩৬), হাকিমপুর দিনাজপুরের ইসহাকের ছেলে আবদুল খালেক ( ২০), হৃদয় পিতা অজ্ঞাত জয়পুরহাট, সেকেন্দার (২৪) ঠিকানা অজ্ঞাত, আবদুল মজিদ (২৬) ঠিাকান অজ্ঞাত, রবিউল (২৮) পিতা আনসার আলী দেবীপুর জয়পুরহাট, খালেক (২৯) ঠিকানা অজ্ঞাত, সোহেল (২৩) দেবীপুর জয়পুরহাট, আবু জার (২২) ঠিকানা অজ্ঞাত, ইমরান (৩১) ঠিকানা অজ্ঞাত, বাচ্চু (২৫) নারায়ণপাড়া, জয়পুরহাট, হাসিনা (৩৫), ইমরান (২২) ও হিলি হাকিমপুর দিনাজপুর, হৃদয় (১১)।
জয়পুরহাট রেলস্টেশন মাস্টার নূরুল ইসলাম দুর্ঘটনার কথা স্বীকার করে বলেন, এ দুর্ঘটনার জন্য কে বা কারা দায়ী, তা তদন্তের আগেই বলা যাবে না। তেলবাহী গাড়িতে কিভাবে এতলোক অবৈধভাবে ভ্রমণ করছিল এমন প্রশ্নের জবাবে তিনি জানান। এ প্রশ্নের জবাব দেবেন সংশ্লিষ্ট গাড়ির গার্ড ও ড্রাইভার।
জয়পুরহাটের পুলিশ সুপার আবুল কালাম সিদ্দিক ঘটনার কথা স্বীকার করেন।

বাংলাদেশ সময়: ৯:৩৬:০৪   ৩৩৯ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ