চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে হারিয়ে ২-০ গোলে ফাইনালে রাঙামাটি

Home Page » খেলা » চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে হারিয়ে ২-০ গোলে ফাইনালে রাঙামাটি
বুধবার, ১০ ডিসেম্বর ২০১৪



09122014054956.jpgবঙ্গ-নিউজঃনোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালের খেলায় রাঙামাটি জেলা ২-০ গোলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দলকে হারিয়ে টুনামেন্টের ১ম দল হিসাবে ফাইনাল নিশ্চিত করে।
খেলার প্রথমার্ধের ২৯ মিনিটের সময় চবি দলের রক্ষণভাগের খেলোয়াড় রাঙামাটি দলের আক্রমণ ভাগের খেলোয়াড়কে ডি-বক্সের ভিতরে ফাউল করে। রাঙামাটি জেলা দলের পক্ষে ১৫নং জার্সিধারী রাজন মিয়া পেনাল্টি থেকে চমৎকার গোলটি করে দলকে এগিয়ে নেন। খেলার প্রথমার্ধের ২৬ মিনিটের সময় চবি দলের জোরালে আক্রমণ চমৎকারভাবে প্রতিহত করে রাঙামাটি দলের গোলকিপার সোহাগ। ৩৬মিনিটের সময় গোলমুখে রাঙামাটির শর্ট লক্ষভষ্ট হয়। ৩৮ মিনিটের সময় রাঙামাটি দলের গোলরক্ষক আহসান হাবিব বাম দিকে ঝাঁপিয়ে পড়ে নিশ্চিত গোল সেভ করেন।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ফাইনালের দৌড়ে আক্রমণ পাল্টা আক্রমনে জমে উঠে দুই দলের খেলা। দ্বিতীয়ার্ধে গোল পরিশোধ করার জন্য মরিয়া হয়ে জোরালো আক্রমণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দল। ৭৬ মিনিটের সময় রাঙামাটি জেলা দলের বিদেশী বাংওড়ার বাড়ানো বল ০৯নং জার্সিধারী সেন্টু চন্ত্র সেন ডি-বক্সের ভিতর থেকে জোরালো শর্টে চমৎকার দ্বিতীয় গোলটি করেন। শেষ সময়ে চবি দল বার বার আক্রমন করলেও গোল করতে ব্যর্থ হয়।
খেলায় ২-০ ব্যবধানে জয়ী হয়ে দ্বিতীয় বারের মত ফাইনাল নিশ্চিত করে রাঙামাটি জেলা দল।
খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয় বিজয়ী রাঙামাটি জেলার ১৫নং জাসিধারী রাজন মিয়া।
খেলা পরিচালনা করেন ফিফা রেফারি জামাল উদ্দিন। তার সহকারী হিসাবে ছিলেন ভূবন মোহন তরফদার ও নাহিদ।
খেলা শেষে পুরষ্কার বিতরণ করেন কবির হাট উপজেলা চেয়ারম্যান কামরুন নাহার শিউলী একরাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নিলুফার মোমিন, সাংবাদিক ও ক্রীড়া সংগঠক বিজন সেন, রাজনৈতিক নেত্রী শাহনাজ।
সেরা খেলোয়াড়ের জন্য প্রাইজমানি ৩ হাজার টাকা ও বিজয়ী দলের ম্যানেজার আবদুস সবুরের হাতে ১৫ হাজার এবং বিজিত দলের ম্যানেজারের হাতে ১০ হাজার টাকার প্রাইজমানি প্রদান করা হয়।
১ম সেমিফাইনালের খেলা দেখতে বিপুল সংখ্যক দর্শক সমাগম ঘটে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে।

বাংলাদেশ সময়: ১০:০৯:৫৬   ৩৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ