ফন পার্সির জোড়া গোলে জয় ম্যানইউ’র

Home Page » খেলা » ফন পার্সির জোড়া গোলে জয় ম্যানইউ’র
মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০১৪



robin-van-persie.jpgবঙ্গ-নিউজঃইংলিশ প্রিমিয়ার লিগে সাউথাম্পটনকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। গতকাল সোমবার রাতে সাউথাম্পটনের মাঠে অতিথিদের পক্ষে জোড়া গোল করেন রবিন ফন পার্সি। স্বাগতিকদের পক্ষে গোল করেন গ্রাৎসিয়ানো পেল্লা !
গতকাল সোমবার রাতে সাউথাম্পটনের মাঠে স্বাগতিকদের বিপক্ষে জোড়া গোলের পর ম্যানইউ খেলোয়াড়দের উল্লাস।

ম্যাচের ১২ মিনিটে রবিন ফন পার্সির গোলে এগিয়ে যায় অতিথিরা। গোলরক্ষক ফ্রেজার ফর্সটারকে ব্যাক পাস করতে গিয়েছিলেন সাউথাম্পটনের অধিনায়ক জোসে ফনতে। সামনে দৌড়ে গিয়ে বল জাল জড়ান ফন পার্সি।

৩০ মিনিটের মাথায় সমতায় ফিরে স্বাগতিকরা। স্বাগতিকদের পক্ষে গোলটি করেন গ্রাৎসিয়ানো পেল্লে।

সমতায় ফিরেও আবারও পিছিয়ে পড়ে সাউথাম্পটন। ৭১ মিনিটে স্বাগতিকদের ডি-বক্সের বাইরে থেকে ফ্রি-কিক শট নেন ওয়েইন রুনি। এ থেকেই জয়সূচক ২য় গোলটি করেন ফন পার্সি।

প্রতিপক্ষের গোলবারের দিকে মাত্র ৩টি শট নিতে পেরেছিল ম্যানইউ। আর এর ২টি শট থেকেই সফলতা পান অতিথিরা। অন্যদিকে একের পর এক আক্রমণের বার বার সুযোগ তৈরি করেও সফল হয়নি স্বাগতিকরা। গোলরক্ষক দাভিদ দে হেয়ার দৃঢ়তায় লিগে টানা ৫ম জয় তুলে নেয় অতিথিরা।

এই জয়ের ফলে ১৫ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট তালিকায় ৩য় স্থানে আছে ফন গালের শীষ্যরা। শীর্ষে রয়েছে চেলসি। আর ২৬ পয়েন্ট নিয়ে ৫ম স্থানে রয়েছে সাউথাম্পটন।

বাংলাদেশ সময়: ১৩:৪৩:১১   ৩২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ