আজ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস

Home Page » আজকের সকল পত্রিকা » আজ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস
মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০১৪



image_89650_0.jpgতমাল,স্টাফ রিপোর্টার,ঢাকা অফিস।।আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস আজ। একাদশতম দুর্নীতি বিরোধী দিবসে বাংলাদেশে এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘রুখবো দুর্নীতি গড়ব দেশ, হবে সোনার বাংলাদেশ’।আর্ন্তজাতিক এই দিবসকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশন (দুদক) বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। দুদকের উদ্যোগে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় দুদকের প্রধান কার্যালয় থেকে র‌্যালি এবং ১১টায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা অডিটোরিয়ামে আলোচনা সভা ও দুর্নীতি বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রাক্তন প্রধান বিচারপতি খায়রুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
দুদক উপপরিচালক এবং জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া সাড়া দেশে র‌্যালি ও মানববন্ধন, কার্টুন ও আলোকচিত্র প্রদর্শনী, আলোচনা সভা, তরুণ সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, পথ নাটক, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং দুর্নীতিবিরোধী শপথ গ্রহণসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস হিসেবে ঘোষণা করে জাতিসংঘ। ২০০৪ সাল থেকে বিশ্বে প্রতি বছর এ দিবসটি পালিত হচ্ছে। আর বাংলাদেশে ২০০৮ সাল থেকে এ দিবসটি পালন করা হচ্ছে।
দেশে এমন এক সময় এ দিবস পালিত হচ্ছে যখন দুর্নীতি কিছুটা বৃদ্ধি পেয়েছে বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল।
তাদের গবেষনায় এবারে দুর্নীতির ধারণা সূচকে (সিপিআই) দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান ১৪তম। ২০১৩ এর তুলনায় ২ কম পেয়ে সূচকের ১০০ এর স্কেলে বাংলাদেশের স্কোর ২৫।
আর উর্ধ্বক্রম অনুসারে তালিকায় ৯ ধাপ নিচে নেমে বিশ্বের ১৭৫টি দেশের মধ্যে বাংলাদেশের ১৪৫ তম অবস্থানে। যা দক্ষিন এশিয়ার ৭টি দেশের মধ্যে নিন্মক্রম অনুসারে দ্বিতীয়।
যদিও টিআইবির এই ব্যাখ্যার সঙ্গে একমত নয় দুদক। তাৎক্ষনিক এক প্রতিক্রিয়ায় দুদকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন চুপ্পু জানিয়েছিলেন, ‘টিআইবির প্রকাশিত প্রতিবেদন গ্রহণযোগ্য নয়। তাদের পরিসংখ্যান প্রকৃত চিত্রের চিয়ে ভিন্নতর। দুদক তাদের প্রতিবেদনের সঙ্গে একমত নয়।’

বাংলাদেশ সময়: ৮:২০:৪২   ৩৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ