মালদ্বীপে পানির অপেক্ষায় ৩০ হাজার বাংলাদেশি

Home Page » আজকের সকল পত্রিকা » মালদ্বীপে পানির অপেক্ষায় ৩০ হাজার বাংলাদেশি
সোমবার, ৮ ডিসেম্বর ২০১৪



jahaj-1418049144.jpgবঙ্গ-নিউজ ঢাকা:হাজারের বেশি প্রবালদ্বীপ নিয়ে গঠিত মালদ্বীপ। ২৯৮ বর্গকিলোমিটার বা ১১৫ বর্গমাইলের এ দেশের জনসংখ্যা ৩৯ লাখ ৩ হাজার ৫০০ জন (২০১৩ সালের পরিসংখ্যান অনুসারে)। তবে দেশটির নাগরিক ও প্রবাসীসহ রাজধানী মালেতে মোট ১ লাখ ৩০ হাজার লোকের বসবাস। এর মধ্যে ৩০ হাজার হচ্ছে প্রবাসী বাংলাদেশি। সম্প্রতি রাজধানীর ওয়াটার ও সুয়ারেজ কার্যক্রম বিকল হওয়ায় পানিসংকটে পড়েছে প্রবাসী বাংলাদেশিসহ শহরটির বাসিন্দারা।মালদ্বীপে শহরে বসবাসরত বাংলাদেশির পরিসংখ্যান জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য দেন।

সচিব মোশাররাফ হোসাইন বলেন, ‘মালদ্বীপের রাজধানী মালের ওয়াটার ও সুয়ারেজ জেনারেটরে আগুন লেগে শোধনাগার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এতে শহরটিতে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। যার ফলে মালে শহরে ১ লাখ ৩০ হাজার লোক পানিসংকটে পড়েন। ওখানে আমাদের প্রবাসী বাংলাদেশি আছেন প্রায় ৩০ হাজার। এ অবস্থায় বাংলাদেশসহ বিভিন্ন দেশ তাদের সহায়তার হাত সম্প্রসারণ করেছে। বাংলাদেশ ১০০ টন সুপেয় পানি সেখানে পাঠিয়েছে। পানিবাহী নৌবাহিনীর জাহাজ মালদ্বীপের রাজধানী মালেতে যাচ্ছে। এ ছাড়া নৌবাহিনীর নিজস্ব পাঁচটি ডিস্যালাইনেশন প্ল্যান্টের মাধ্যমে পরিশোধিত পানি প্রতিদিন মালদ্বীপের জনগণের মঝে বিতরণ করা হবে।’

তিনি আরো বলেন, ‘মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, বাংলাদেশ সরকার সেই বন্ধুত্বের নিদর্শন হিসেবে প্রধানমন্ত্রীর নির্দেশে ১০০ টন সুপেয় পানি সেখানে পাঠিয়েছে।’

উল্লেখ্য, ৪ ডিসেম্বর মালের ওয়াটার ও সুয়ারেজ জেনারেটর আগুনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় ৫ ডিসেম্বর জাতীয় বিপর্যয় ঘোষণা করে আন্তর্জাতিক সহযোগিতা কামনা করে মালদ্বীপ সরকার। এর পরিপ্রেক্ষিতে ৭ ডিসেম্বর মালদ্বীপের উদ্দেশে ১০০ টন সুপেয় পানি নিয়ে রওনা দিয়েছে নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্রজয়’।

বাংলাদেশ সময়: ২৩:২৭:৩৮   ৩২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ