সৌরবিদ্যুৎসামগ্রী প্রদর্শনী শুরু-১২ হাজার টাকায় মিলছে সোলার হোম সিস্টেম

Home Page » ফিচার » সৌরবিদ্যুৎসামগ্রী প্রদর্শনী শুরু-১২ হাজার টাকায় মিলছে সোলার হোম সিস্টেম
সোমবার, ১৩ মে ২০১৩



solar-ban.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ রাজধানীতে শুরু হয়েছে সৌরবিদ্যুৎসামগ্রীর প্রদর্শনী। প্রদর্শনীতে মাত্র ১২ হাজার টাকায় মিলছে সোলার হোম সিস্টেম।প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রোববার রূপসী বাংলা হোটেলে এ প্রদর্শনীর উদ্বোধন করেন। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) আয়োজিত তিন দিনের এ প্রদর্শনী আগামীকাল পর্যন্ত চলবে।

সৌরবিদ্যুত্সামগ্রী প্রদর্শনীতে বেশকিছু প্রতিষ্ঠান অংশ নিয়েছে। সেখানে সোলার হোম সিস্টেম, সোলার প্যানেল, ব্যাটারিসহ নানা সামগ্রী উপস্থাপন করা হয়। সোলার এন স্টলে কথা হয় দর্শনার্থী শফিকুর রহমানের সঙ্গে। ভোলার অজপাড়াগাঁয়ের বাড়ির জন্য তিনি একটি সোলার হোম সিস্টেম কিনতে আগ্রহী। তিনি বললেন, মাত্র ১২ হাজার টাকায় ২০ ওয়াটের একটি সোলার হোম সিস্টেম কেনা যায়, যা দিয়ে দুটি লাইট, একটি সাদাকালো টিভি ও একটি মোবাইল চার্জার চালানো যায়।

সরকারি মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান ইডকল দেশের পিছিয়ে থাকা জনপদে সৌরবিদ্যুৎ সরবরাহের কাজে আত্মনিবেদিত। যেখানে এখনো বিদ্যুৎ সুবিধা পৌঁছেনি, সেসব অঞ্চলে ২০ লাখ সোলার হোম সিস্টেম স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সুবিধা সরবরাহ করতে পেরেছে। ফলে বর্তমানে মোট ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উত্পাদিত হচ্ছে এবং পল্লী অঞ্চলের প্রায় ১ কোটি জনসাধারণ সৌরবিদ্যুৎ সুবিধা ভোগ করছে। ২০১৫ সালের মধ্যে আরো নতুন ২০ লাখ সোলার সিস্টেম স্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকার ইডকলের মাধ্যমে অনুদান ও সহজ শর্তে ঋণের ব্যবস্থা করায় গ্রামের জনসাধারণ কেরোসিন খরচের চেয়েও কম পরিমাণ মাসিক কিস্তিতে এ সিস্টেম ক্রয় করতে পারে।

বাংলাদেশ সময়: ১৮:৩৯:১৯   ১০৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ফিচার’র আরও খবর


অ্যানেন্সেফ্লাই কী? - রুমা আক্তার
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
“ম্রো’ আদিবাসীর গো হত্যা’ অনুষ্ঠাণ ” - তানিয়া শারমিন
আলোকিত স্বপ্ন নিয়ে তৃতীয় বর্ষে রবিকর ফাউন্ডেশন
নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন রক্ষায় প্রয়োজন জেন্ডার সংবেদনশীল নীতির পর্যালোচনা
জিনগত ত্রুটির অপর নাম “ডাউন সিনড্রোম”- রুমা আক্তার
মোহাম্মদ শাহ আলমের জীবন ও কর্ম
ইসফাহান নেসফে জাহান
সিলেটে গ্রুপ ফেডারেশনের কর্মশালায় বির্তকিত মুরাদ- আয়োজকদের দুঃখ প্রকাশ
ডলারের দাম যেভাবে বাড়ছে, টাকার দাম কেন কমছে

আর্কাইভ