‘পক্ষপাতদুষ্ট বিবিসির’ বিরুদ্ধে ব্রিটিশ সরকারের যুদ্ধ

Home Page » বিশ্ব » ‘পক্ষপাতদুষ্ট বিবিসির’ বিরুদ্ধে ব্রিটিশ সরকারের যুদ্ধ
শুক্রবার, ৫ ডিসেম্বর ২০১৪



bbc.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ বিবিসির ‘পক্ষপাতদুষ্ট’ অনুষ্ঠানের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও অর্থমন্ত্রী জর্জ অসবর্ন।

তারা বিবিসির বিরুদ্ধে ‘পদ্ধতিগত অতিরঞ্জনের’ অভিযোগ তুলেছেন।

ব্রিটেনে সংসদ নির্বাচনের ৫ মাস আগে ক্ষমতাসীন দল বিশ্বের বৃহত্তম সরকারি সম্প্রচার মাধ্যমের বিরুদ্ধে অভিযোগ আনল।

গত কয়েকটি নির্বাচনের মধ্যে ব্রিটেন এই প্রথম সংসদ নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্ঠতা পাবে তা নিয়ে স্পষ্ট পূর্বাভাস দেয়া যাচ্ছে না।

এ অবস্থায় ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টি বিবিসির বিরুদ্ধে বিরোধী দল লেবার পার্টির পক্ষে কাজ করারও অভিযোগ করেছে।

বুধবার একযোগ ক্ষমতাসীন দলের নেতারা বিবিসের বিরুদ্ধে আক্রমণ করেন।

একজন সিনিয়র এমপি সতর্ক করে দেন যে বিবিসি লেবার পার্টির পক্ষে ভোট টানতে চাইলে তার ভবিষ্যত তহবিল সরবরাহ সংকটে পড়তে পারে।

ঘটনার সূত্রপাত্র যেভাবে

সম্প্রতি ব্রিটিশ সরকার সরকারি ব্যয় বিপুলহারে কাটছাঁটের উদ্যোগ নিয়েছে। ২০২০ সাল পর্যন্ত ব্যয় হ্রাস ৫৫০০ কোটি পাউন্ডে উন্নীত হতে পারে। বাসাবাড়ির জ্বালানি বিলের ওপর ‘সবুজ কর’ তিনগুণ পর্যন্ত বাড়িয়ে ১০০০ কোটি পাউন্ড আদায় করার উদ্যোগ নেয়া হয়েছে। অন্যদিকে রাষ্ট্রীয় পেনশনের হার কমানো হয়েছে।

বিবিসির রেডিও ফোরের টুডে প্রোগামে একে ‘দোযখের গ্রন্থ’ বলে মন্তব্য করা হয়। এছাড়া একে ১৯৩০ এর দশকের মহামন্দা প্রত্যাবর্তনের আলামত বলেও মন্তব্য করা হয়।

বিবিসির একজন উপস্থাপক, ইভান ডেভিস, কটাক্ষ করে একথাও বলেন যে ‘এ ধরনের অভিজ্ঞতা জীবনে একবারই আসে’।

বুধবার ওই অনুষ্ঠান প্রচারের পরই তীব্র প্রতিক্রিয়া দেখান প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী।

ওই অনুষ্ঠানকে ‘অতিরঞ্জিত’ মন্তব্য করে তারা বলেন, এতে ব্রিটেনের অর্থনৈতিক হুমকিকে বাড়িয়ে দেখানো হয়েছে।

অসবর্ন একে ‘অপদার্থ’ বলেও গালি দেন।

সরকারের একজন মুখপাত্র বলেন, ‘বিবিসি এর আগেও বহু পক্ষপাতের ঘটনা ঘটিয়েছে।’

‘বিবিসির উচিৎ এ ধরনের ইস্যু গুরুত্বের সাথে উপস্থাপন করা। তাদের হাবভাব এতোটাই বেঠিক ছিল যে আমরা তাদেরকে চ্যালেঞ্জ না জানিয়ে পারছি না।’

কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান গ্রান্ট শাপস বলেন, ‘নির্বাচনের সময় ঘনিয়ে আসায় বিবিসির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তার সম্পাদকীয় নিরপেক্ষতার সর্বোচ্চ মান বজায় রাখা।’

কনজারভেটিভ পার্টির এমপি অ্যান্ড্রু ব্রিজেন বিবিসি ট্রাস্টের চেয়ারম্যান রোনা ফেয়ারহেডের কাছে লেখা এক চিঠিতে বৃহস্পতিবার সংস্থাটির বিরুদ্ধে ‘পদ্ধতিগত অতিরঞ্জনের’ অভিযোগ করেছেন।

তবে বিবিসির একজন মুখপাত্র দাবি করেছেন টুডে প্রোগামের অনুষ্ঠানের ‘স্বচ্ছতা ও ভারসাম্য’ নিয়ে তারা সন্তুষ্ট। ওই অনুষ্ঠানে অর্থমন্ত্রীকে কথা বলার যথেষ্ট সুযোগ দেয়া হয়েছে বলেও দাবি করা হয়।

ওই মুথপাত্র বলেন, ‘নিরপেক্ষ কাভারেজের ব্যাপারে বিবিসি দায়িত্বশীল। সব সাংবাদিকের দায়িত্ব হলো রাজনীতিবিদদের কঠিন প্রশ্ন করা। আমরা এটাই করে যাব।’

বাংলাদেশ সময়: ১৩:৩৭:৩৮   ৪২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ