গুপ্ত হামলায় রক্তাক্ত শফিউল আলম প্রধান

Home Page » জাতীয় » গুপ্ত হামলায় রক্তাক্ত শফিউল আলম প্রধান
বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০১৪



shafiul-alam-prodhan-intro.jpgবঙ্গ-নিউজ:জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি ও বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম নেতা শফিউল আলম প্রধানের উপর হামলা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধনে অংশ নেয়ার সময় কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে তার বাম হাতে আঘাত করে। এতে তার ব্যাপক রক্তক্ষরণও হয়েছে। ধানমন্ডি ইবনে সিনা ডায়াগনস্টিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে তিনি মহাম্মদপুরের বাসায় বিশ্রামে আছেন।
যুব জাগপার মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু জানান, শফিউল আলম প্রধান আজ দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মানবাধিকার সমিতির ‘গুম-খুন, হত্যার’ বিরুদ্ধে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন। বক্তব্য দেয়ার সময় হঠাৎ শরীর ‘ভেজা’ লাগলে শফিউল আলম প্রধান তাকিয়ে দেখেন তার হাত থেকে রক্ত পড়ছে। তখন আমরা দেখি তার বাম হাতে গভীর ক্ষত। সেখান থেকে ব্যাপক রক্ত বের হচ্ছে। নজরুল ইসলাম বাবু বলেন, আজ প্রেসক্লাবের সামনে অনেকগুলো মানববন্ধন চলছিলো। ভিড়ের মধ্যে কে বা কারা প্রধানের হাতে ধারালো অস্ত্র দিয়ে ‘পোচ (আঘাত)’ দেয়াতে এ ক্ষতের তৈরি হয়েছে। তবে, হামলাকারী কে তা আমরা বুঝতে পারিনি।
শফিউল আলম প্রধানের বরাত দিয়ে নজরুল ইসলাম বাবু জানান, তিনি মনে করছেন এটি সরকারের কোনো কুচক্রি মহলের নগ্ন হামলা। বিভিন্ন সময়ে সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করায় এ হামলা চালানো হয়ে থাকতে পারে তিনি মনে করেন।

বাংলাদেশ সময়: ১৬:১৭:৩৩   ৩৪৯ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ