বিটিসিএলের সাবেক এমডির কারাদণ্ড

Home Page » প্রথমপাতা » বিটিসিএলের সাবেক এমডির কারাদণ্ড
বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০১৪



highcourt_.jpgবঙ্গ-নিউজ: আদালত অবমাননার দায়ে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) সাবেক মহাব্যবস্থাপক (এমডি) এস ও এন কলিমুল্লাহকে চারমাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন হাইকোর্ট।জরিমানার এক লাখ দিতে ব্যর্থ হলে তাকে আরো একমাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার দুপুরে বিচারপতি মো. এম আর হাসানের হাইকোর্টের একক বেঞ্চ এ রায় দিয়েছেন।

আদালতে বিটিসিএলের সাবেক এমডির পক্ষে শুনানিতে অংশ নেই আইনজীবী রইস উদ্দিন আহমেদ। বাদীপক্ষে ছিলেন ব্যারিস্টার অনীক আর হক।

হাইকোর্ট সূত্র জানায়, অফসিলি সার্ভিসেস প্রাইভেট লিমিটেড নামে একটি টেলিকম কম্পানি বিটিসিএলের সঙ্গে ব্যবসায়িক সূত্রে ব্যাংক গ্যারান্টি হিসেবে এক কোটি ৪০ লাখ জমা রাখে।

কিন্তু পরে কোম্পানিটি ৮০ লাখ টাকা জমা রেখে বাকি টাকা উত্তোলনের জন্য ব্যাংকে আবেদন করে। কিন্তু বিটিসিএল এতে সাড়া দেয়নি। পরে কোম্পানির পক্ষে হাইকোর্টে এ বিষয়ে একটি আবেদন করা হয় এবং হাইকোর্ট কোম্পানিটির পক্ষে রায় দেন।

হাইকোর্টের রায়ের ভিত্তিতে কোম্পানিটি ব্যাংকে টাকা তুলতে গেলে বিটিসিএল ফের আপত্তি জানায়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে কোম্পানিটি হাইকোর্টে আদালত অবমাননার বিষয়টি জানায়।

হাইকোর্ট পরে বিটিসিএলকে রুল জারি করেন।

এরপর বৃহস্পতিবার আদালত অবমাননার রুলে চূড়ান্ত রায় দেন হাইকোর্ট। রায়ে বিটিসিএলের সাবেক মহাব্যবস্থাপক (এমডি) এস ও এন কলিমুল্লাহকে চারমাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন হাইকোর্ট।

জরিমানার এক লাখ দিতে ব্যর্থ হলে তাকে আরো একমাসের কারাদণ্ডের নির্দেশ দেন হাইকোর্ট।

এদিকে, বিটিসিএলের পক্ষে আপিল আবেদন করা হবে কিনা, তা তাৎক্ষণিক জানা যায়নি

বাংলাদেশ সময়: ১৬:১২:১৯   ৩২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ