জাতীয় পার্টি থেকে মন্ত্রী হওয়া সংসদ সদস্যদের পদত্যাগের বিষয়টি আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ।

Home Page » জাতীয় » জাতীয় পার্টি থেকে মন্ত্রী হওয়া সংসদ সদস্যদের পদত্যাগের বিষয়টি আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ।
বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০১৪



ershad_.jpgবঙ্গ-নিউজঃবুধবার রংপুরের বাসভবন পল্লীনিবাসে প্রধানমন্ত্রীর এই বিশেষ দূত সাংবাদিকদের বলেন, “এ বিষয়ে জাতীয় সংসদের বিরোধী দলের নেত্রী রওশন এরশাদও একমত পোষণ করেছেন।”যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালকেও রওশন এ বিষয়টি জানিয়েছেন। ফলে মন্ত্রিসভা থেকে জাপার সদস্যরা যে কোনো সময় পদত্যাগ করবেন।

জাতীয় সংসদে বিরোধী দল হিসেবে অবমূল্যায়ন, প্রধান বিরোধী দল হিসেবে বিভিন্ন সময় হেয় এবং জাতীয় সংসদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জাতীয় পার্টির সাংসদদের অবজ্ঞা করার কারণে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।সাবেক এই সেনাশাসক বলেন, “ছাত্রলীগ, যুবলীগ নিজেদের মধ্যে মারামারি খুনোখুনি করছে। শিক্ষককে হত্যা করা হচ্ছে। এসব প্রতিরোধে সরকারের কোনো পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। সারাদেশে আইনশৃঙ্খলা-পরিস্থিতির চরম অবনতি ঘটেছে।”

বড় দুই দলকে কেউই চায় না, তাই মানুষ পরিবর্তন চায় বলে দাবি করেন এরশাদ।

রংপুরে জাতীয় পার্টিতে কোনো কোন্দল নেই বলে দাবি করে এরশাদ বলেন, “রংপুর জাতীয় পার্টির ঘাঁটি ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। আবারও ক্ষমতায় আসার জন্য আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।”

নবম জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের ছয়টি আসনের মধ্যে তিনটিতে জাতীয় পার্টি এবং অপর তিনটিতে আওয়ামী লীগ প্রার্থী জয়ী হয়েছিলেন।

আর উপজেলা নির্বাচনে রংপুরের আট উপজেলায় জাতীয় পার্টির কোনো প্রার্থী জিততে পারেননি।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোফাজজল হোসেন, সদস্য সচিব হোসেন মকবুল শাহরিয়ার আসিফ, মহানগর কমিটির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব এস এম ইয়াসির প্রমুখ।

এরশাদ তিনদিনের সফরে দুপুরে রংপুরে পৌঁছেন বলে জানান জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফ।

বাংলাদেশ সময়: ১১:১২:৪৭   ২৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ