মহিলা পুলিশেরই যদি নিরাপত্তা না থাকে, তবে সাধারণ নারীর কি হবে?

Home Page » জাতীয় » মহিলা পুলিশেরই যদি নিরাপত্তা না থাকে, তবে সাধারণ নারীর কি হবে?
মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০১৪



women-police.jpgবঙ্গ-নিউজ ডট কমঃ ভারতের নয়াদিল্লির হাইকোর্ট বলেছে, দিল্লির রাস্তায় যদি মহিলা পুলিশই নিরাপদে হাঁটতে না পারে তবে সাধারণ মেয়েদের কি হবে। রাস্তায় যৌন হেনস্তার অভিযোগে তিন যুবকের বিরুদ্ধে এক মহিলা কনস্টেবলের দায়ের করা এফআইআর তুলে নেয়ার আর্জি প্রসঙ্গে এ কথা বলেছে দিল্লি হাইকোর্ট।সম্প্রতি কাজ শেষে রাত ১০টায় বাড়ি ফেরার পথে পশ্চিম দিল্লির মায়াপুরি এলাকায় তিন যুবকের হেনেস্তার শিকার হন এ মহিলা কনস্টেবল। প্রথমে অশালীন মন্তব্য করে এবং পরে মহিলার হাত ধরেও টানাটানি করে তারা। এ সময় তাদের প্রাণপণে বাধা দেন এবং নিজে পুলিশ সে কথা চিৎকার করে বলতে থাকেন তিনি। এ কথা শুনে দ্রুত ভেগে যায় তিন যুবক।

এফআইআর দায়েরের পর জানা যায়, মহিলা যে এলাকায় থাকেন সে এলাকারই বাসিন্দা এ তিন যুবক। এ পর্যায়ে মহিলা এফআইআর তুলে নেয়ার আর্জি করেন দিল্লি হাইকোর্টে।

দিল্লি হাইকোর্টের বিচারপতি প্রতিভা রানী এ আর্জির বিষয় দ্বিমত পোষণ করেন। হেনেস্তাকারীদের শিক্ষা দেয়া উচিত বলেও মন্তব্য করেন বিচারক । প্রতিভা রানী বলেন, ঘটনার সময় মহিলা পুলিশ একা থাকলেও এখন আদালত তার সাথে রয়েছে। সুতরাং অভিযুক্তদের এমন শিক্ষা দিতে হবে তারা যেন ভবিষ্যতে এ জাতীয় কাজ করার সাহস আর না পায়। পরবর্তী শুনানির দিন অভিযুক্ত তিনজনকে তাদের মা-বাবাকে নিয়ে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

এ ছাড়া এফআইআর তুলে নেয়ার আর্জি প্রত্যাখ্যান করে বিচারক প্রশ্ন তুলেছেন, দিল্লির মহিলা পুলিশই যদি রাস্তায় নিরাপদে হাঁটতে না পারে তবে সাধারণ মেয়েদের বেলায় কি ঘটবে?

একই সঙ্গে অভিযুক্তরা যে ক্ষমা প্রার্থনা করেছিল তাও নাকচ করে দিয়েছে আদালত।

বাংলাদেশ সময়: ১৪:২৭:২২   ৩৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ