চট্টগ্রামে রপ্তানি পণ্য মেলা শুরু হচ্ছে

Home Page » অর্থ ও বানিজ্য » চট্টগ্রামে রপ্তানি পণ্য মেলা শুরু হচ্ছে
মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০১৪



e.jpgবঙ্গ-নিউজঃচট্টগ্রামে প্রথমবারের মত ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সপোর্ট ফেয়ার ২০১৪ উদ্বোধন হতে যাচ্ছে আগামী ৩ ডিসেম্বর।সোমবার দুপুরে সিএমসিসিআই সভাকক্ষে সাংবাদিক সম্মেলনে সংগঠনটির সভাপতি খলিলুর রহমান এ তথ্য জানান। চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের (সিএমসিসিআই) ব্যবস্থাপনায় আয়োজিত এই মেলা উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি খলিলুর রহমান বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে শুধুমাত্র রপ্তানি পণ্য নির্ভর বাণিজ্য মেলা হলেও বাংলাদেশে এর আগে এমন মেলা আর কখনো হয়নি। দেশের রপ্তানিযোগ্য পণ্যের একক প্রদর্শনী চট্টগ্রামে এই প্রথমবার আয়োজন করছে সিএমসিসিআই।’

সংবাদ সম্মেলনে মেলার আহ্বায়ক আমিনুজ্জামান ভুঁইয়া জানান, হালিশহরের আবাহনীর পরিত্যক্ত মাঠটিকে মেলার জন্য নতুন একটি ভেন্যু নির্বাচন করে তা মেলার জন্য প্রস্তুত করা হচ্ছে। প্রায় দুই লক্ষ বর্গফুটের এই ভেন্যুতে ১৪০টি স্টল ছাড়াও থাকবে ১০টি প্যাভিলিয়ন ও চারটি ব্যাংক প্যাভিলিয়ন।

তিনি আরো জানান, এছাড়া মেলার নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক সিসি ক্যামেরা পর্যবেক্ষণ ছাড়াও পুলিশ ও গোয়েন্দা পুলিশের বিশেষ দল থাকবে। রপ্তানি নির্ভর মেলা হলেও এই মেলায় অংশগ্রহণ করছে ইরান, পাকিস্তান, থাইল্যান্ডসহ বেশ কয়েকটি দেশ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সিএমসিসিআইয়ের সহ-সভাপতি এ এম মাহবুব চৌধুরী, পরিচালক ডা. হোসেন জিল্লুর করিম, আব্দুল আউয়াল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২:১৮:১৪   ৪২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ