প্রিয়াঙ্কার ফ্ল‌্যাটে অনৈতিক কাজ

Home Page » বিনোদন » প্রিয়াঙ্কার ফ্ল‌্যাটে অনৈতিক কাজ
শনিবার, ২৯ নভেম্বর ২০১৪



pri.jpgবঙ্গ-নিউজঃবলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার ভাড়া দেয়া ফ্ল‌্যাটে অবাধে অনৈতিক কাজ চলছিল। স্পা-পার্লারের আড়ালে চলছিল এসব। বৃহস্পতিবার গভীর রাতে এই খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বলিউডে। স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছেন প্রিয়াঙ্কা। কারণ এ বিষয়ে কিছুই জানতেন না বলে জানিয়েছেন তিনি। ভারতের একটি নিউজ পোর্টাল এ খবর জানিয়েছে।প্রিয়াঙ্কার দাবি, স্পা-এর ব্যবসার আড়ালে গোটা ঘটনাটি তাকে লুকিয়ে করেছিল পার্লারের মানিক সোনি। বলিউড তারকাদের ঘনিষ্ঠ বন্ধু মানিককে বিশ্বাস করেই ফ্ল‌্যাটটি ভাড়া দিয়েছিলেন তিনি। ঘটনাস্থল থেকে আটক করা হয় তিন নারীকে।
সম্প্রতি ওই ফ্যাটে অভিযান চালিয়ে স্পা-পার্লারের ম্যানেজার দীনেশ চন্দ্রকান্তকে গ্রেফতার করে পুলিশ। এখনও পর্যন্ত হদিশ মেলেনি মানিক সোনির। গ্রেফতারি এড়াতে দেশের বাইরেও সে পালাতে পারে বলে সন্দেহ করছে পুলিশ।
কয়েক বছর আগে প্রিয়াঙ্কা মুম্বাইয়ের ভারসোভায় তিন হাজার বর্গফুটের ওই ফ্যাট কিনেছিলেন। ‘বাস্ত্ত প্রিসিণ্ট’ নামে ওই বহুতলে একটি ক্লিনিকও রয়েছে প্রিয়াঙ্কার মা মধুর নামে। মধু নিজেই ওই কিনিকের দেখাশোনা করেন।
প্রিয়াঙ্কা নিজে একাধিকবার মানিকের স্পা-পার্লারে গিয়েছেন বলে জানা গেছে। এমনকী ওই স্পা-এর উদ্বোধনের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মধু ও প্রিয়াঙ্কার ভাই সিদ্ধার্থও। ভারসোভার ওই ফ্যাটে অনৈতিক কাজের খবর এসেছিল মুম্বাই পুলিশের কাছে। বেশ কয়েকদিন ধরেই স্পা-এর কাজকর্ম ও সেখানে আসা ব্যক্তিদের উপর নজর রাখছিল তারা। কিছু প্রমাণ মিলতেই স্পা-এ অভিযান চালায় পুলিশ। এসময় ম্যানেজার চন্দ্রকান্তকে আটক করা হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ফ্যাটের আসল মালিক প্রিয়াঙ্কা চোপড়া। তাকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদও করা হয়েছে বলে সূত্রের খবর। যদিও মিডিয়ার সামনে এই কেলেঙ্কারি নিয়ে মুখ খোলেননি এই অভিনেত্রী।

বাংলাদেশ সময়: ১১:২১:৩৭   ৪৬৬ বার পঠিত  




বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ