রামপাল বিরোধী অভিযানে খরচ ৩০ কোটি রুপি!

Home Page » বিশ্ব » রামপাল বিরোধী অভিযানে খরচ ৩০ কোটি রুপি!
শুক্রবার, ২৮ নভেম্বর ২০১৪



201411210351316466_produced-before-the-court-the-priest-rampal-judicial_secvpfgif.jpgবঙ্গ-নিউজঃচন্ডিগড়: ভারতের কুখ্যাত হিন্দু ধর্মগুরু রামপাল দাসকে গ্রেপ্তারে যে রুদ্ধশ্বাস অভিযান চালানো হয় তাতে সরকারের ৩০ কোটি রুপি (৩৭ কোটি টাকা) খরচ হয়েছে বলে জানিয়েছে সরকার।
শুক্রবার চন্ডিগড়ের পাঞ্জাব ও হরিয়ানার আদালতে এই তথ্য প্রকাশ করা হয়।
‘সতগুরু রামপালজি মহারাজ’ উপাধি গ্রহণকারী রামপালকে (৬৩) কয়েকদিনের অবরোধ ভেঙে ১৯ নভেম্বর রাতে গ্রেপ্তার করা হয়।
প্রায় ১০,০০০ ভক্ত ও দেহরক্ষী হরিয়ানায় রামপালের দূর্গসম আশ্রমটি ঘিরে রেখেছিল যাতে পুলিশ তাকে গ্রেপ্তার করতে না পারে।
অবশেষে শক্তি প্রয়োগ করে রামপালকে গ্রেপ্তার করা হয়। এতে এক শিশু ও ৫ নারী মারা যায়।
তার বিরুদ্ধে একটি খুনের মামলায় ৪০ বারের বেশি সমন জারি করে আদালত। কিন্তু তিনি তাতে কর্ণপাত করেননি।
গ্রেপ্তারের পর রামপালের আশ্রমে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদের মজুদ পাওয়া যায়। তার বিরুদ্ধে রাষ্ট্রদোহসহ একাধিক মামলা দায়ের করা হয়েছে।
১২ একর জমির ওপর প্রতিষ্ঠিত আশ্রমটিতে বেশ কয়েকটি অত্যাধুনিক এলিভেটর, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, ১ লাখ লোকের এক মাসের খাবারসহ বহু সামগ্রী পাওয়া যায়।
তার আশ্রমে সুইমিং পুল রয়েছে। রামপালের আশ্রমের পাশের কক্ষ থেকেই প্রেগন্যান্সি টেস্টও উদ্ধার করা হয়।
সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ২১:৩৮:৫৪   ৩৫৯ বার পঠিত  




বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ