চার সরকারপ্রধানের সঙ্গে শেখ হাসিনার বৈঠক

Home Page » আজকের সকল পত্রিকা » চার সরকারপ্রধানের সঙ্গে শেখ হাসিনার বৈঠক
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০১৪



hasina-10-1417011574.jpgস্টাফ রিপোর্টার,ঢাকা অফিস।। সার্ক শীর্ষ সম্মেলনের প্রথম দিনের অধিবেশন শেষে চার দেশের সরকার-প্রধানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।নেপালের রাজধানী কাঠমান্ডুর হোটেল সল্টিতে বুধবার দুপুরের পর থেকে প্রথমে ভারতের প্রধানমন্ত্রী ও পরে পর্যায়ক্রমে নেপালের প্রধানমন্ত্রী, আফগানিস্তানের প্রেসিডেন্ট এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা।

বুধবার রাতে কাঠমান্ডুর হোটেল র‌্যাডিসনের সার্ক মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব শামীম চৌধুরী ও ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, নেপালের প্রধানমন্ত্রী ও সার্কের চেয়ারপারসন সুশীল কৈরালা, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে সাক্ষাতের আলোচ্য বিষয় নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ইকবাল সোবহান জানান, দ্বি-পাক্ষিক বিভিন্ন বিষয় এবং সার্ককে কীভাবে আরো গতিশীল ও কার্যকর করা যায় তা নিয়ে এসব দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের বিদ্যুৎ খাতের সাফল্যে ভূয়সী প্রশংসা করেছেন। খুব দ্রুত পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশে সরকারি প্রতিনিধি পাঠাবেন। বাংলাদেশের বিদ্যুৎ খাতের সাফল্য পর্যবেক্ষণ করে পাকিস্তানও তা অনুরসরণ করবে।’

ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘পাকিস্তান দক্ষিণ এশিয়ার শান্তি ও প্রগতির জন্য জঙ্গিবাদকে প্রধান অন্তরায় হিসেবে শেখ হাসিনার সঙ্গে একমত হয়েছে এবং জঙ্গিবাদ দমনে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।’

নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালার সঙ্গে শেখ হাসিনার বৈঠকের বিষয়ে ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর সপ্তম দেশ হিসেবে নেপাল বাংলাদেশকে স্বীকৃতি দেয়। এ জন্য প্রধানমন্ত্রী নেপালকে ধন্যবাদ জানান।’

তিনি বলেন, ‘নেপাল বর্তমানে সুইজারল্যান্ড থেকে মাছ আমদানি করে থাকে। ভারত ট্রানজিট সুবিধা দিলে বাংলাদেশ থেকে নেপাল মাছ আমদানি করার আগ্রহ প্রকাশ করেছে।’

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, ‘নেপালের আগ্রহের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে ভারতকে অনুরোধ করবেন বলেও সুশীল কৈরালাকে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী।’

এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। মোদি সে আমন্ত্রণ সানন্দে গ্রহণ করেছেন বলে জানান ইকবাল সোবহান।

বাংলাদেশ সময়: ৯:০০:১৯   ৩৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ