লতিফের পাশে নেই ছোট ভাই কাদের

Home Page » আজকের সকল পত্রিকা » লতিফের পাশে নেই ছোট ভাই কাদের
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০১৪



image_87490_0.jpgডেস্ক:
হালের আলোচিত দুই রাজনীতিক। একজন আব্দুল লতিফ সিদ্দিকী। আরেক জন আব্দুল কাদের সিদ্দিকী। দুইজন সহোদর। ভাইদের মধ্যে লতিফ সিদ্দিকী বড়। কাদের সিদ্দিকী ছোট। দুইজন সহোদর হলেও বড় ভাইর বিপদে পাশে নেই ছোট ভাই।
ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার কারণে মন্ত্রিসভা ও আওয়ামী লীগ থেকে অপসারিত আব্দুল লতিফ সিদ্দিকী এখন কারাগারে রয়েছেন। বড় ভাইর এরকম বিপদে স্বভাবতই পাশে থাকার কথা ছোট ভাই আব্দুল কাদের সিদ্দিকীর। কিন্তু পাশে থাকা তো দূরে থাক, খোঁজও নেয়নি ছোট ভাই। এটাই কি তাহলে রাজনীতি? এমন প্রশ্ন দেখা দিয়েছে সচেতন রাজনৈতিক মহলে।
রাজনৈতিক মহলের প্রশ্ন- রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। তাই বলে কি বড় ভাইর বিপদে ছোট ভাই পাশে থাকবে না? এটা কি হয়! এমন বিস্ময়ের জন্ম দিয়েছে সম্প্রতি আব্দুল লতিফ সিদ্দিকী কারাগারে যাওয়ায়। তার পাশে কেউ নেই। রাজনৈতিক সতীর্থরা তো আরো আগেই দূরে সরেছেন। পরিবারের সদ্যদের মধ্যেও কাউকে দেখা যায়নি তার পাশে।
এমনকি গতকাল আদালতে তার পক্ষে কোনো আইনজীবীও ছিল না। তার পরিবারের পক্ষ থেকেও কেউ আদালতে যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী বলেন, ‘‘আসলে সে জেলে আছে মন্ত্রী হিসেবে নাকি আওয়ামী লীগ নেতা হিসেবে নাকি আমার ভাই হিসেবে সে বিষয়টিই তো ক্লিয়ার না।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘আমার ভাই হিসেবে অবশ্যই আমার দায়িত্ব আছে। আমি আগেও আমার দায়িত্ব পালন করেছি। ভবিষ্যতেও করবো।”
বড় ভাইকে জেল খানায় দেখতে যাবেন কি না সেই প্রশ্নের জবাবে তিনি সরাসরি কিছু বলেননি। তিনি বলেন, ‘‘পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

বাংলাদেশ সময়: ৮:৫১:১০   ৪২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ