লতিফ সিদ্দিকী কারাগারে যেমন আছেন

Home Page » আজকের সকল পত্রিকা » লতিফ সিদ্দিকী কারাগারে যেমন আছেন
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০১৪



image_87487_0.jpgডেস্ক:
পাইলসের সমস্যায় কাতরাচ্ছেন সদ্য মন্ত্রিত্ব ও আওয়ামী লীগের সদস্যপদ হারানো সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী। একইসঙ্গে উচ্চ রক্তচাপের সমস্যায়ও ভুগছেন তিনি। মঙ্গলবার বিকালে কারাগারে যাওয়ার পর থেকে তিন দফায় কারাগারের চিকিৎসকরা তার ব্লাডপ্রেসারসহ ডায়াবেটিস পরীক্ষা করেছেন। তবে চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী আগের ওষুধও দেওয়া হয়েছে লতিফ সিদ্দিকীকে।
গতকাল বেলা সাড়ে ১২টার দিকে লতিফ সিদ্দিকীর আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, লতিফ সিদ্দিকীর ভাতিজি সুমাইয়া কামাল এবং তার অফিস সহকারী এনামুল হোসেন ভূইয়ার মাধ্যমে প্রয়োজনীয় ওষুধ কারাগারে পেঁৗছানো হয়েছে বলে নিশ্চিত করেছে পারিবারিক ও কারাসূত্র।
জানা গেছে, গতকাল বেলা সাড়ে ১২টায় লতিফ সিদ্দিকীর আইনজীবীসহ তিনজন তার সঙ্গে কারাগারে দেখা করেন। আধা ঘণ্টা একান্ত সাক্ষাৎ শেষে বেলা ১টার দিকে তারা চলে যান। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলী জানান, ভিআইপি বন্দী হওয়ায় ডিভিশন অনুযায়ী সব সুবিধা পাচ্ছেন লতিফ সিদ্দিকী।
সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যার পর তার শরীর চেকআপ করেন কারা চিকিৎসক ডা. রফিক। গতকাল দুপুর ১২টা এবং সর্বশেষ সন্ধ্যা সোয়া ৬টার দিকে তার চেকআপ করেন চিকিৎসকরা। এ ছাড়া দুই বেলা মাছ-ভাত-সবজিসহ সকালে রুটি-সবজি দিয়ে নাশতা করছেন লতিফ সিদ্দিকী। ডিভিশন অনুযায়ী একটি পত্রিকাও পাচ্ছেন তিনি। কারা চিকিৎসক ডা. বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, লতিফ সিদ্দিকীর পাইলসের সমস্যা ছাড়াও উচ্চ রক্তচাপের কিছু সমস্যা রয়েছে। তবে সে অনুযায়ী ওষুধ দেওয়া হয়েছে। কারাগারের ২৬ নম্বর সেলে লতিফ সিদ্দিকীর ডানে সাবেক বন কর্মকর্তা ‘বন খেকো’ খ্যাত আবদুল গণি ও বাম দিকে রয়েছেন সাবেক ব্যাংক কর্মকর্তা আজম রেজা।

বাংলাদেশ সময়: ৮:৪৩:১১   ৩৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ