কাঠমাণ্ডুতে ১৮তম সার্ক শীর্ষ সম্মেলন শুরু

Home Page » আজকের সকল পত্রিকা » কাঠমাণ্ডুতে ১৮তম সার্ক শীর্ষ সম্মেলন শুরু
বুধবার, ২৬ নভেম্বর ২০১৪



image_87369_0.jpgডেস্ক রিপোর্টঃ
নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে ১৮তম সার্ক শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। আজ বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় নেপালের রাষ্ট্রীয় সভাগৃহ সিটি হলে সার্কের সদস্য দেশসমূহের সরকার প্রধানদের পক্ষে প্রদীপ জ্বালিয়ে সম্মেলনের উদ্বোধন করেন নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা। এর আগে মালদ্বীপের প্রধানমন্ত্রী আব্দুল্লাহ ইয়ামীন সূচনা বক্তব্য দেন। পরে নেপালের প্রধানমন্ত্রীকে আহ্বান জানান প্রদীপ জ্বালানোর জন্য। এর পরই নেপালের প্রধানমন্ত্রী সম্মেলনের উদ্বোধন ঘোষণা করে স্বাগত বক্তব্য দেন।২০১১ সালের নভেম্বরে মালদ্বীপের আদ্দু দ্বীপে সর্বশেষ সার্ক শীর্ষ সম্মেলনের তিন বছর পর আজ আবারও সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এ সুবাদে দক্ষিণ এশিয়ার ১৭০ কোটি মানুষের কল্যাণের লক্ষ্যে আজ সকালে কাঠমাণ্ডুর সিটি হলে একমঞ্চে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা, ভুটানের প্রধানমন্ত্রী লিয়নচেন তেশারিং তোগবি, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে, আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ আশরাফ গনি ও মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামেন আবদুল গাইয়ুম।
সম্মেলনে সার্কের ৯ পর্যবেক্ষক অস্ট্রেলিয়া, চীন, ইউরোপীয় ইউনিয়ন, ইরান, জাপান, মরিশাস, মিয়ানমার, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও অংশ নিচ্ছেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ওই দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। গত শনিবার সার্কের যুগ্ম সচিব পর্যায়ের বৈঠকের মধ্য দিয়ে এবারের সার্ক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর রবিবার ও সোমবার পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক এবং গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক।
আজ সকালে সিটি হলে সার্কের অন্য নেতাদের সঙ্গে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালাসহ আফগানিস্তানের প্রেসিডেন্ট ড. আশরাফ গণি ও মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন গাইয়ুমের সঙ্গে বৈঠক হতে পারে প্রধানমন্ত্রীর। এ ছাড়া ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার বৈঠক হতে পারে। রাতে নেপালের প্রধানমন্ত্রী আয়োজিত নৈশ ভোজে যোগ দেবেন।
এবারের সম্মেলনে স্বাগতিক দেশ নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা আজ মালদ্বীপের প্রেসিডেন্টের কাছ থেকে সার্ক সভাপতির দায়িত্ব নিলেন। সার্কের অন্য নেতারা গতকালই কাঠমাণ্ডু পৌঁছান। নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সভাস্থলে কেবল ডেলিগেট ছাড়া আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। সাংবাদিকরা হোটেল র‌্যাডিসনের মিডিয়া সেন্টারে বসে সম্মেলন সরাসরি দেখতে পাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৩:১৬:০৮   ৩৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ