কৃষ্ণাঙ্গ বালককে হত্যায় শ্বেতাঙ্গ পুলিশকে দায়মুক্তি

Home Page » বিশ্ব » কৃষ্ণাঙ্গ বালককে হত্যায় শ্বেতাঙ্গ পুলিশকে দায়মুক্তি
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০১৪



black.jpgবঙ্গ-নিউজঃ যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইসে নিরস্ত্র এক কৃষ্ণাঙ্গ তরুণকে গুলি করে হত্যার ঘটনায় সংশ্লিষ্ট শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন না করার সিদ্ধান্ত দিয়েছে গ্র্যান্ড জুরি।রাষ্ট্রপক্ষের আইনজীবী রবার্ট ম্যাককুলশ মঙ্গলবার সকালে আদালতের এই সিদ্ধান্তের ঘোষণা দেন।রায়ের খবর শোনার পর সেন্ট লুইসের ফার্গুসনে ব্যাপক দাঙ্গা শুরু হয়। শত শত মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করতে থাকেন। বিক্ষোভকারীরা বেশ কয়েকটি গাড়ি পুড়িয়ে দেয়।এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাঁদানে গ্যাস ছোঁড়ে।এদিকে রায়ে যে সিদ্ধান্ত দেয়া হোক, তা সহজভাবে নিয়ে শান্ত থাকার জন্য ফার্গুসনের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা।৯ আগস্ট সেন্ট লুইসের ফার্গুসনে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ড্যারেন উইলসনের গুলিতে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেল ব্রাউন (১৮) নিহত হন। এই হত্যার ঘটনাকে কেন্দ্র করে সেন্ট লুইসে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়।কয়েক সপ্তাহ ধরে চলা ওই প্রতিবাদ বিক্ষোভ মাঝে মাঝে সহিংস রূপ নেয়। কৃষ্ণাঙ্গ অধ্যুষিত কিন্তু প্রশাসনিকভাবে শ্বেতাঙ্গ নিয়ন্ত্রিত শহরটিতে বর্ণবাদী দাঙ্গা শুরু হওয়ার ঝুঁকি তৈরি হয়েছিল।রায়কে কেন্দ্র করে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কায় নভেম্বর মাসের শুরু থেকেই মিজৌরিজুড়ে এক মাসের জরুরি অবস্থা জারি করা হয়েছে। পুরো অঙ্গরাজ্যে পুলিশের পাশাপাশি ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে।এই হত্যাকাণ্ডের ঘটনায় উইলসনের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হবে কিনা তা নিয়ে কয়েক মাস ধরে শুনানি হয়।শুনানি শেষে দেয়া রায়ে গ্রান্ড জুরি উইলসনের বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ গঠন করার কোনো সম্ভাব্য কারণ খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছেন।মিজৌরির ক্লেটনে আদালতের সিদ্ধান্ত জানিয়ে ম্যাককুলশ বলেন, বিচারকরা পুলিশ কর্মকর্তা উইলসনের বিরুদ্ধে অভিযোগ আনার মতো কোনো কারণ খুঁজে পাননি বলে নিশ্চিত হয়েছেন।গ্রান্ড জুরির এই রায়ে ‘গভীর হতাশা’ প্রকাশ করেছেন নিহত ব্রাউনের পরিবারের সদস্যরা।পরিবারের আইনজীবীর মাধ্যমে দেয়া এক বিবৃতিতে তারা বলেছেন, ‘যখন অনেকেই আমাদের যন্ত্রণার অংশীদার হয়েছেন, আমরা বলতে চাই আমাদের হতাশা এমনভাবে প্রকাশিত হওয়া উচিত যেন তা একটি শুভ পরিবর্তনের সূচনা করে।’
রায় ঘোষণার আগে থেকেই ফাগুসন পুলিশ বিভাগের দপ্তরের সামনে কয়েকশ মানুষ এসে অপেক্ষা করতে থাকেন। রায়ের সংবাদ আসার সঙ্গে সঙ্গেই এদের অনেকে উত্তেজিত হয়ে উঠেন, কেউ চিৎকার করে কাঁদতে থাকেন।
দাঙ্গা পুলিশের ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে থাকা উত্তেজিত এক নারী মাইক্রোফোনে বলতে থাকেন, ‘খুনি, তোমরা খুনি ছাড়া কিছু নও। তোমরা নির্দয় খুনি।’ পরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।
রায় ঘোষণার আগে ফার্গুসন ও এর আশপাশ এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। রাজ্যের গভর্নর জে নিক্সন যে কোনো ধরনের দাঙ্গা পরিস্থিতি মোকাবিলার জন্য জাতীয় রক্ষীদের নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭:৩৪:৪৩   ৩৪৭ বার পঠিত  




বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ