মোদির সাথে বাস করতে প্রস্তুত ‘স্ত্রী’

Home Page » বিশ্ব » মোদির সাথে বাস করতে প্রস্তুত ‘স্ত্রী’
রবিবার, ২৩ নভেম্বর ২০১৪



jashodaben-pti-360.jpgবঙ্গ-নিউজঃভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্ত্রী যশোদাবেন জানিয়েছেন, তার স্বামী রাজি থাকলে তিনি তার সাথে বাস করতে রাজি। তবে প্রধানমন্ত্রীর বড়ভাই এটা প্রত্যাখ্যান করে জানিয়েছেন, এটা ‘অসম্ভব।’মুম্বাইতে তার উদ্ধৃতি দিয়ে জি নিউজ জানিয়েছে, ৬২ বছর বয়স্কা সাবেক স্কুলশিক্ষক বলেছেন যে, ‘আগার ও লেনে আইয়েন তো ম্যাঁ তইয়ার হুঁ।’ (তিনি যদি আমাকে নিতে আসেন, তবে আমি তৈরি।)তবে প্রধানমন্ত্রীর বড়ভাই সোমভাই মোদি বলেছেন, ‘এটা অসম্ভব; তার (যশোদাবেন) সেটা বোঝা উচিত।’তিনি বলেন, ‘এমনকি আমাদের মা এবং আমিও ১৩ বছরের মধ্যে কখনো গান্ধিনগরে তার (মোদি) বাড়ি যাইনি। আমরা এমনকি দিল্লিতে তার শপথ গ্রহণ অনুষ্ঠানেও যোগ দেইনি।’মোদি ১৯৬৮ সালে বিয়ে করেন যশোদাবেনকে। তখন উভয়েই ছিলেন কিশোর। বিয়ের কয়েক দিন পরই তিনি স্ত্রীকে ছেড়ে যান। যশোদাবেন তার পরিবারের কাছে ফিরে যান। মেসানা জেলায় তিনি তার দুই ভাইয়ের সাথে বাস করেন। মোদি তাকে ছেড়ে গেলেও তিনি এ নিয়ে কখনো অভিযোগ করেননি।
চলতি বছরের নির্বাচনের সামান্য আগে হলফনামায় মোদি প্রকাশ্যে স্বীকার করেন যে তিনি বিয়ে করেছিলেন। এর পর লাইমলাইটে আসেন যশোদাবেন।
এদিকে একই মিডিয়ায় যশোদাবেনের ভাই অশোক মোদি ফোনে জানিয়েছেন, স্বামীর কাছে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে তার বোন কোনো ভুল করেননি।
তিনি বলেন, ‘তিনি (যশোদাবেন) তাকে তালাক দেননি, এমনকি মোদিও তালাক চাননি।’তিনি বলেন, ১৯৮৭ সালে মোদি যখন ‘আরএসএস প্রচারক’ ছিলেন, তখন তিনি ও সোমভাই আহমদাবাদে যশোদাবেনের সাথে দেখা করে পারস্পরিক সম্মতিতে তালাক চেয়েছিলেন। অশোক বলেন, ‘কিন্তু আমার বোন তাতে রাজি হয়নি।’
তিনি বলেন, ‘তিনি (যশোদাবেন) তার স্বামীকে বলেছিলেন যে তিনি কখনো তাকে তালাক দেবেন না, তিনি বরং তার জন্য অপেক্ষা করবেন।’
তবে অশোক জোর দিয়ে বলেন, তার বোন প্রধানমন্ত্রীর জন্য কোনো ধরনের সমস্যা সৃষ্টি করবেন না। কেবল মোদি এলেই তিনি যাবেন।

বাংলাদেশ সময়: ২১:০৩:২১   ২৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ