ডিসিসি নির্বাচনে আইনি বাধা কাটল

Home Page » জাতীয় » ডিসিসি নির্বাচনে আইনি বাধা কাটল
সোমবার, ১৩ মে ২০১৩



dcc_7.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচনের কার্যক্রম প্রশ্নে আজ সোমবার রুল খারিজ করে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।একই সঙ্গে নির্বাচনের ওপর স্থগিতাদেশও প্রত্যাহার করা হয়েছে। এর ফলে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে এখন আইনগত আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
আদালতে রিটের পক্ষে মনজিল মোরসেদ ও নির্বাচন কমিশনের পক্ষে ড. শাহদীন মালিক শুনানি করেন। সিটি করপোরেশনের পক্ষে ছিলেন আইনজীবী নূরে আলম উজ্জ্বল।
আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলো ডটকমকে বলেন, আদালত রুল খারিজ করে রায় দিয়েছেন। নির্বাচনের আইনি বিধান অনুসরণ করে এলাকাগুলোর সীমানা পুনর্নির্ধারণ ও ভোটার তালিকা হালনাগাদ করে নির্বাচন অনুষ্ঠানের কেন নির্দেশ দেওয়া হবে না-এ বিষয়ে রুল জারি করা হয়েছিল। ইতিমধ্যে সাত লাখ নতুন ভোটার হয়েছেন। এ ছাড়া উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে কোন কোন ওয়ার্ড হবে সে বিষয়েও জবাব দাখিল করেছে নির্বাচন কমিশন। আমরা যে উদ্দেশে রিটটি করেছি তা পূরণ হয়েছে।
সিটি করপোরেশনের আইনজীবী নূরে আলম বলেন, আদালত রুল খারিজ করে রায় দিয়েছেন। ফলে সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠানে কোনো আইনি বাধা নেই।
এর আগে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের এপ্রিলে হাইকোর্ট রুল জারির পাশাপাশি অন্তর্বর্তীকালীন নির্দেশনা দিয়েছিলেন। ওই রুলের ওপর ৬ মে শুনানি শেষ হয়। শুনানি শেষে ৮ তারিখে রায়ের দিন ধার্য করা হয়। এর ধারাবাহিকতায় আজ আদালত এ রায় দেন।

বাংলাদেশ সময়: ১৩:০৭:৫৪   ৪৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ