কম খরচে স্বাস্থ্যসেবার উপায় খুঁজে বের করার জন্য প্রধানমন্ত্রীর আহবান

Home Page » জাতীয় » কম খরচে স্বাস্থ্যসেবার উপায় খুঁজে বের করার জন্য প্রধানমন্ত্রীর আহবান
শনিবার, ২২ নভেম্বর ২০১৪



34764.jpgবঙ্গ-নিউজঃবঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অনুষদগুলোতে গবেষণা আরো জোরদার করার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নতুন ধরনের রোগব্যাধি প্রতিরোধে এবং জনগণকে কম খরচে স্বাস্থ্যসেবা প্রদানের জন্য গবেষকদের অবশ্যই চিকিৎসা বিজ্ঞানের উপায় খুঁজে বের করতে হবে। তিনি বলেন, স্বাস্থ্যসেবা জনগণের একটি মৌলিক অধিকার। কেবলমাত্র স্বাস্থ্যবান ব্যক্তিই জাতি গঠন কার্যক্রমে ভূমিকা রাখতে পারে এবং এই মৌলিক অধিকার নিশ্চিত করতে অসুস্থ ব্যক্তির জন্য ডাক্তারই হচ্ছেন উত্তম বন্ধু।
আজ বিকেলে শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত আউটডোর কমপ্লেক্সের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘ডাক্তারদের সামান্য সহানুভূতি রোগীদের মর্মপীড়া ও বেদনা ভুলে যাওয়ার ক্ষেত্রে সহায়ক হতে পারে। আপনাদের মনে রাখতে হবে রোগীরা হাসপাতালে অতিথি এ কারণে আপনাদের খেয়াল রাখতে হবে রোগীরা যাতে আপনাদের ব্যবহারে মর্মাহত না হন।’শেখ হাসিনা বলেন, দেশে বর্তমানে বিএসএমএমইউ একমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয় যেখানে শিক্ষার্থী ও গবেষকরা চিকিৎসা বিজ্ঞানের উচ্চতর অধ্যায়ের পাশাপাশি গবেষণা কার্যক্রমে অংশ নিতে পারেন।
তিনি বলেন, দেশে চিকিৎসা সেবার উন্নয়নের কারণে গত কয়েক বছরে চিকিৎসার জন্য বিদেশ গমন কমেছে। তবে স্বাস্থ্যসেবাকে কেবল রোগীদের রোগ নিরাময়ের মধ্যেই সীমাবদ্ধ রাখা যাবে না।‘এ ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জনের জন্য উচ্চতর গবেষণা প্রয়োজন’ উল্লেখ করে তিনি বলেন, এই দৃষ্টিভঙ্গী বিবেচনা করেই তাঁর বিগত সরকার পোষ্ট গ্রাজুয়েট হসপিটালকে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উন্নত করেছে।
শেখ হাসিনা বলেন, তখন বিএনপি ও জামায়াত ঘেঁষা শিক্ষক-কর্মচারীরা এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে- এমনকি আন্দোলনের নামে সহিংসতা চালায়।
তবে আওয়ামী লীগ সবসময়েই দূরদর্শী চিন্তা করে এবং সময়ের ব্যবধানে বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্ত যে সঠিক ছিলো তা প্রমাণিত হয়েছে।
সূত্র : বাসস।

বাংলাদেশ সময়: ২১:৩৮:২৪   ১৮০ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ