ফেলানি হত্যার পুনর্বিবেচনার প্রক্রিয়াা আবার পেছাল

Home Page » জাতীয় » ফেলানি হত্যার পুনর্বিবেচনার প্রক্রিয়াা আবার পেছাল
শনিবার, ২২ নভেম্বর ২০১৪



felani-03-f.jpgবঙ্গ-নিউজঃবাংলাদেশী কিশোরী ফেলানি খাতুনকে হত্যার মামলার পুনর্বিবেচনার প্রক্রিয়া আবারো পিছিয়ে গেছে।সীমান্তে কাঁটাতারের বেড়া পার হওয়ার সময় যে বিএসএফ সদস্য ফেলানীকে গুলি করে হত্যা করেছিলেন, সেই কনস্টেবল অমিয় ঘোষ হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় মামলাটির রায় পুনর্বিবেচনার যে প্রক্রিয়া চলছিল, তা আবার শুরু হবে আগামী বছরের ২৫ মার্চ।
বিএসএফ সূত্রগুলি বলছে বৃহস্পতিবার পুনর্বিবেচনার কাজ চলার সময় আদালতেই জ্ঞান হারান ঘোষ। তার রক্তচাপ খুবই বেড়ে গিয়েিিছল আর মানসিক অবসাদেও ভুগছেন। চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।
কয়েক মাস আগে অমিয় ঘোষের কিডনির সমস্যা ধরা পড়ে আর তার নিয়মিত ডায়ালিসিস করতে হয়েছিল।
এই পরিস্থিতিতে বিএসএফের নিজস্ব আদালত জেনারেল সিকিউরিটি ফোর্সেস কোর্ট বা জিএসএফ সি রায় পুনর্বিবেচনার প্রক্রিয়া বন্ধের সিদ্ধান্ত নেন।তবে প্রায় চার মাস কেন এই প্রক্রিয়া স্থগিত করে দেয়া হলো, এই প্রশ্নের জবাবে এক বিএসএফ কর্মকর্তা বিবিসি বাংলাকে জানিয়েছেন, ‘আদালতের সদস্য বিচারকরা সবাই বিএসএফের সিনিয়র অফিসার এবং তারা এখন দেশের বিভিন্ন জায়গায় বদলি হয়ে গেছেন। সেখানে তাদের বর্তমান দায়িত্বও সামলাতে হয়। সবাইকে একই সময় আদালতের কাজের জন্য এক জায়গায় জড়ো করাটা বেশ কঠিন। সেজন্যই এই কয়েক মাস সময় দরকার।’২০১১ সালের জানুয়ারি মাসে বাবার সঙ্গে সীমান্ত পেরনোর সময়় পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার চৌধুরী হাটে গুলিবিদ্ধ হন ফেলানি। তার বিয়ের জন্যই দেশে ফিরে যাচ্ছিলেন তিনি। কিন্তু ভোরের কুয়াশায় কোনো একজনকে সীমান্ত পেরতে দেখে গুলি চালান বিএসএফ প্রহরী অমিয় ঘোষ। মৃত্যুর পরে দীর্ঘক্ষণ ফেলানির মৃতদেহ কাঁটাতারেই ঝুলে ছিল।বিএসএফ নিজের প্রহরীর বিরুদ্ধেই অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করে কিন্তু মামলা শুরু হতেই লেগে যায় প্রায় আড়াই বছর।২০১৩ সালের সেপ্টেম্বরে ওই আদালত অবশ্য বিএসএফ প্রহরী অমিয় ঘোষকে নির্দোষ বলে ঘোষণা করে। কিন্তু বাহিনীর মহাপরিচালক সেই রায়ে সন্তুষ্ট না হতে পেরে রায় পুনর্বিবেচনার আদেশ দেন।এক বছর পরে রায় পুনর্বিবেচনার কাজ শুরু হয়েছিল এবছর সেপ্টেম্বরে, তবে পাঁচ দিন পরে তা স্থগিত হয়ে যায়।। ১৭ নভেম্বর আবার বসেছিল আদালত আর তার পরে অমিয় ঘোষ অসুস্থ হয়ে পড়ায় পিছিয়ে গেল আরো চার মাস।
যদিও বিএসএফের শীর্ষ কর্মকর্তারা বারে বারেই ফেলানি হত্যা মামলা নিয়ে সুবিচার দেয়ার আশ্বাস দিয়েছেন, তবে মানবাধিকার সংগঠনগুলি সেই সব আশ্বাসের সারবত্তা নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেছেন।

বাংলাদেশ সময়: ৯:৫৫:৫৫   ৩৮৯ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ