ভয়াবহ তুষার ঝড় ও ঠাণ্ডায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র

Home Page » আজকের সকল পত্রিকা » ভয়াবহ তুষার ঝড় ও ঠাণ্ডায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০১৪



usa-1416429115.jpgডেস্ক রিপোর্ট : ভয়াবহ তুষার ঝড় ও ঠাণ্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। সমগ্র দেশ জুড়ে বরফ পড়ার পাশাপাশি বইছে প্রচণ্ড ঠাণ্ডা হাওয়া।বিশেষ করে উত্তরাঞ্চলের রাজ্যগুলোতে অবস্থা খুবই খারাপ। নিউ ইয়র্কে চারজনসহ এ পর্যন্ত সাত জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিউইয়র্ক এখন প্রায় চার ফুট তুষারে ডুবে আছে বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

ঘণ্টায় ৪০ মাইল গতিবেগের দমকা বাতাসের মধ্যে অবিরাম তুষারপাতে যুক্তরাষ্ট্রে জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে। কোনো কোনো এলাকায় তুষারপাত আগামীকাল শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

বিবিসি জানিয়েছে ৫০ অঙ্গরাজ্যের সবকটিতেই তাপমাত্রা হিমাঙ্ক (শূন্য ডিগ্রি) বা তারও নিচে নেমে গেছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, উত্তর সুমেরু থেকে ঠাণ্ডা হাওয়া প্রবেশে রেকর্ড শীত পড়ছে পুরো আমেরিকা জুড়ে। গত ৩৮ বছরে এতটা বিপর্যস্ত হয়নি যুক্তরাষ্ট্র।

নিউ ইয়র্ক রাজ্যের পশ্চিমাঞ্চলের অবস্থা এতটাই খারাপ যে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কোমো বাফেলোমুখী মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছেন।

সড়কপথে বরফে আটকে পড়া যানবাহন এবং যাত্রীদের নিরাপত্তার জন্য ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে আটকে পড়া লোকজনের জন্য জরুরি শীতবস্ত্র এবং খাদ্য ও পানীয় পৌঁছে দেওয়া হচ্ছে।

নিউ ইয়র্কের বাফেলোর বাসিন্দাদের আগামী কিছুদিন ঘর থেকে বের না হওয়ার জন্য বলেছে রাজ্য পুলিশ। বাফেলো নগরসহ আশপাশের বিভিন্ন জনপদে গত মঙ্গলবার রাতে প্রায় ছয় ফুট তুষার জমা হয়। নগরের দক্ষিণ এলাকায় তুষারপাতের পরিমাণ সবচেয়ে বেশি।

নগরের জরুরি বিভাগ ছাড়া স্কুল-কলেজসহ সরকারি দপ্তরগুলো পর্যন্ত বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। একান্তই জরুরি না হলে বাসিন্দাদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
এ রাজ্যে চারজনের মধ্যে একজন তুষারের কারণে অটোমোবাইল পিছলে দুর্ঘটনার শিকার হয়ে মারা যান। বাকী তিনজন প্রচণ্ড ঠাণ্ডায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে। এদিকে রাজ্যের বিমানবন্দর থেকে সকল প্রকার বিমার উড্ডয়ন বন্ধ করে দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিউ ইয়র্ক ও আশপাশের অঙ্গরাজ্যগুলোতে মঙ্গলবার সকাল থেকে অনেকটা আকস্মিকভাবে তাপমাত্রা দ্রুত নিচে নামতে থাকে। দমকা বাতাসের প্রভাবে এই মধ্য নভেম্বরেই তাপমাত্রা হিমাঙ্কের নিচে যায়। যুক্তরাষ্ট্রের মানুষ ১৯৭৬ সালের পর থেকে নভেম্বর মাসে আর কখনো এত শীত দেখেনি।

বাংলাদেশ সময়: ৮:২৫:৪৪   ৩৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ